অধিকাংশ কোম্পানির দরপতন তবুও ইতিবাচক পুঁজিবাজার
- বিশেষ সংবাদদাতা
- ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৭
- দরপতনে ডিএসইতে ৫৯.৫৪ শতাংশ, সিএসইতে ৫৯.১৩ শতাংশ
- কেনার চাপ এখন ৫৯ শতাংশ এবং বিক্রির চাপ ৪১ শতাংশ
লেনদেনে অংশ নেয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দরপতনের শিকার হলেও দেশের পুঁজিবাজার সূচকে পয়েন্ট ফিরে পেয়ে ইতিবাচক পথে। দুই বাজারেই গড়ে ৫৯ শতাংশের বেশি কোম্পানি দরপতনের শিকার। কেনার চাপ বেশি থাকায় বাজারে লেনদেন বেড়েছে। যে পরিমাণ প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে তার অর্ধেকের শেয়ার দর বেড়েছে। যেসব কোম্পানির শেয়ার দর বেড়েছে সেগুলোর মধ্যে পাঁচটির প্রতি শেয়ারহোল্ডারদের আগ্রহ ছিল সর্বোচ্চ। যার কারণে প্রতিষ্ঠানগুলোর শেয়ারে এদিন বিক্রেতা সঙ্কট ছিল। কোম্পানি পাঁচটি হলো: রহিম টেক্সটাইল, ইসলামী ইন্স্যুরেন্স, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, স্যোসাল ইসলামী ব্যাংক এবং ফার্স্ট ফাইন্যান্স। ডিএসইর বাজার মূলধন ০.১৫ শতাংশ ফিরেছে। রয়থ্যাল ক্যাপিটাল ফিন্যান্সিয়াল পোর্টাল বাজার বিশ্লেষণে বলছে, বিক্রির চাপ কমায় সূচক বাড়ল। আগের দিনের মতো গতকালও বাজার ইতিবাচক প্রবণতা নিয়ে শুরু করে তবে তা দিনশেষেও ধরে রেখেছে। গতকালের শেষ সময়ে হঠাৎ ছন্দপতনের পর পুরোটা সময় সূচকের ইতিবাচক ধারা বজায় রাখা বিক্রির চাপ কমে আসাটাকেই নির্দেশ করছে। যা সামনের কিছুদিন অব্যাহত থাকবে এমনটাই আশা করা যায়।
লেনদেনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৫.৪১ পয়েন্ট ফিরে পেয়ে এখন পাঁচ হাজার ৭৬০.৩৯ পয়েন্টে। আগের দিন সূচক কমেছিল ০.২৯ পয়েন্ট। আর শরিয়াহ্ সূচক ডিএসইএস ১০.৩৪ পয়েন্ট বেড়েছে এবং ডিএস৩০ সূচক ২.১৬ পয়েন্ট বেড়েছে। ২২ কোটি ৩১ লাখ পাঁচ হাজার ৩৪০টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে মোট ৬৭৪ কোটি ৩৮ লাখ টাকায়। আগের দিন লেনদেন হয়েছিল ৬৭৫ কোটি ৭৩ লাখ টাকার। এই হিসেবে লেনদেন কমেছে ১ কোটি ৩৫ লাখ টাকার বা ০.২০ শতাংশ। বাজারমূল্য পরিবর্তনের ভিত্তিতে লেনদেনে অংশ নেয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে ১১২টির দর বৃদ্ধি পেয়েছে ও ২৩৭টির বা ৫৯.৫৪ শতাংশের দর পতন এবং অপরিবর্তিত ছিল ৪৯টির।
আর ডিএসই’র ব্লক মার্কেটে গতকাল ৩৬টি প্রতিষ্ঠান এক কোটি ১১ লাখ ৯৯ হাজার ৯৮৪টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে মোট ৪৮ কোটি ৫৮ লাখ ৩০ হাজার টাকায়। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আট প্রতিষ্ঠানের। প্রতিষ্ঠানগুলো হলো- এনভয় টেক্সটাইল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, আলহাজ টেক্সটাইল, পিপুলস ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, লাভেলো আইসক্রিম, সেন্ট্রাল ইন্স্যুরেন্স এবং বিচ হ্যাচারি লিমিটেড। এই আট প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৪০ কোটি ৪৮ লাখ টাকারও বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এনভয় টেক্সটাইলের। কোম্পানিটির ৩৬ লাখ শেয়ার মোট ১৮ কোটি টাকায় লেনদেন হয়েছে। এ ছাড়া বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৭ কোটি ৮ লাখ ৭৭ হাজার টাকার, আলহাজ টেক্সটাইলের ৪ কোটি ৫৩ লাখ ৯৬ হাজার টাকার, পিপলস ইন্স্যুরেন্সের ২ কোটি ৯০ লাখ ৯০ হাজার টাকার, সানলাইফ ইন্স্যুরেন্সের ২ কোটি ৩২ লাখ ৯৭ হাজার টাকার, লাভেলো আইসক্রিমের ২ কোটি ২২ লাখ ৫৫ হাজার টাকার, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ২ কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিকে, চট্টগ্রাম স্টকের সিএসসিএক্স সূচক ছাড়া অপর দুটি সূচক পতনের শিকার। সিএএসপিআই ২.০৬ পয়েন্ট এবং সিএসই-৩০ সূচক ১.৮০ পয়েন্ট হারিয়েছে। সিএসসিএক্স সূচক ১০.৮৮ পয়েন্ট ফিরে পেয়েছে। ২৩০টি কোম্পানি লেনদেনে অংশ নিলেও দর পতনের শিকার ৫৯.১৩ শতাংশ বা ১৩৬টি, দর বেড়েছে ৬৮টির এবং দর অপরিবর্তিত ২৬টির। ৪৩ লাখ ৫৮ হাজার ২৫২টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে মোট ১১ কোটি ১৭ লাখ ৭৮ হাজার ৭০৪ টাকা বাজারমূল্যে। আগের দিনের তুলনায় লেনদেনে ৭ কোটি টাকার বেশি কম।
সোনালী আঁশের অস্বাভাবিক দরে ডিএসইর সতর্কবার্তা: তালিকাভুক্ত সোনালী আঁশের শেয়ার দাম অস্বাভাবিক হারে বেড়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মনিটরিংয়ে উঠে এসেছে। ফলে কোম্পানিটির শেয়ারে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া উচিত বলে প্রতিষ্ঠানটি সতর্কবার্তা জারি করেছে। ডিএসই জানিয়েছে, কোম্পানির শেয়ার দাম বৃদ্ধির কারণ জানতে ডিএসই কর্তৃপক্ষ কোম্পানিটির কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠায়। ডিএসইর চিঠির উত্তরে কোম্পানিটির পক্ষ থেকে জানিয়েছে, কোনোরকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দাম অস্বাভাবিকহারে বৃদ্ধি পেয়েছে। তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ৯ সেপ্টেম্বর সোনালী আঁশের শেয়ার দাম ছিল ২৪৪ টাকা ৩০ পয়সায়। যা ২২ সেপ্টেম্বর লেনদেন শেষে ক্লোজিং দাম হয়েছে ৩২০ টাকা ৮০ পয়সায়। কোম্পানিটির শেয়ার দাম এভাবে বাড়াকে অস্বাভাবিক মনে করছে ডিএসই।
ওয়ালটন হাইটেকের পরিচালকের ১.৪৫ কোটি শেয়ার হস্তান্তর : তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের এক উদ্যোক্তা পরিচালক ১ কোটি ৪৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। কোম্পানির উদ্যোক্তা পরিচালক এস এম মাহবুবুল আলম ১ কোটি ৪৫ লাখ শেয়ার হস্তান্তর করবেন। এই উদ্যোক্তা পরিচালক তার কন্যা মিস নিশাত তাসনিম সুচির কাছে ৬০ লাখ ৬০ হাজার শেয়ার, পুত্র সাদমান সাকিব ডিপ্রোর কাছে ৬০ লাখ ৬০ হাজার শেয়ার এবং ডিপ্রোর স্ত্রী জাকিয়া সুলতানার কাছে ২৩ লাখ ৮০ হাজার শেয়ার হস্তান্তর করবেন। এসব শেয়ার আগামী ২২ সেপ্টেম্বর পরবর্তী ৩০ কর্মদিবসের মধ্যে উপহার হিসেবে হস্তান্তর সম্পন্ন করবেন।
শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তার ৭ লাখ শেয়ার বিক্রি : তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংকের এক উদ্যোক্তা ৭ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশ করেছে। উদ্যোক্তা তোফাজ্জল হোসেনের কাছে কোম্পানিটির ১ কোটি ৪৯ লাখ ৪৩ হাজার ২২৫টি শেয়ার রয়েছে। এখান থেকে তিনি ৭ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। আগামী ৩১ অক্টোবরের মধ্যে ঘোষণাকৃত শেয়ার বিক্রি সম্পন্ন করবেন এই উদ্যোক্তা।
রয়থ্যাল ক্যাপিটাল ফিন্যান্সিয়াল পোর্টাল বাজার বিশ্লেষণে বলছে, গতকাল ডিএসইএক্স ২৫ পয়েন্ট বাড়লেও লেনদেন কমেছে মাত্র এক কোটি টাকা। ঢাকার শেয়ার বাজারের প্রধান সূচক (ডিএসইএক্স) ঊর্ধ্বমুখী ছিল। মূলধন গত দিনের তুলনায় ০.১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যেখানে, ভলিউম ৯ শতাংশ বেড়েছে এবং টার্নওভার ০.১৫ শতাংশ কমেছে। ১৯টি সেক্টরের মধ্যে ৫টি সেক্টরের বাজার মূলধন বৃদ্ধি পেয়েছে এবং ১৪টি সেক্টরের বাজার মূলধন হ্রাস পেয়েছে। এসএমই বাজার সূচক (ডিএসএমইএক্স) ২৩.২ পয়েন্ট বেড়ে এক হাজার ২৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে আট কোটি টাকা। যা গত দিনের তুলনায় ১৯ শতাংশ কম। গতকাল লেনদেনের পুরোটা সময় সূচক ইতিবাচক ছিল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা