ভোলায় যৌথবাহিনীর অভিযানে ৭ সন্ত্রাসী আটক
- ভোলা প্রতিনিধি
- ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪১
ভোলা সদরের চরসামাইয়া ইউনিয়নে যৌথ বাহিনীর অভিযানে দুর্ধর্ষ সন্ত্রাসী মিজানুর রহমানসহ সাত সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এ সময় তাদের থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
রোববার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশীদ তানভীর এক প্রেস ব্রিফিংয়ে জানান, দুর্ধর্ষ সন্ত্রাসী মিজানুর রহমান ও তার সদস্যরা দীর্ঘদিন ধরে স্থানীয় জনসাধারণের মাঝে জোরপূর্বক চাঁদাবাজি, জমি দখল ও জুলুম করে আসছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আলাউদ্দিন মিয়াজী বাড়ি, পালোয়ান বাড়ি এবং মিজির বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের থেকে ২৫টি দেশীয় ধারালো অস্ত্র ও আটটি কাঠের বাট উদ্ধার করা হয়। এরপর আটক ডাকাত এবং জব্দ করা দেশীয় অস্ত্রসহ সকল আলামত ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা