২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ - সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয় এবং সরকা‌রি ব‌রিশাল ব্রজমোহন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই গ্রুপের কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, কমপক্ষে ২০ থেকে ২৫ জন শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

মঙ্গলবার সারারাত দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে ছিলেন।

কোতয়ালী মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘রাত সাড়ে ১১টার দিকে এই ঝামেলার খবর পাই আমরা। ভোর সাড়ে ৫টা পর্যন্ত আমরা ঘটনাস্থলে ছিলাম।’

তিনি জানান, পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে।

‘তবে এখনকার সিচুয়েশন সেনাবাহিনী ভালো বলতে পারবে। কারণ এটা এখন সেনাবাহিনীর হাতে। আমরা কিছু করছি না এখানে।’

পুলিশ এবং স্থানীয় সংবাদদাতাদের সাথে কথা বলে জানা যাচ্ছে, সোমবার রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বাড়ি দখলের ঘটনা থেকে করা থেকে এ বিরোধের সূত্রপাত।

বাড়ি দখল এবং বাড়ির নারী সদস্যদের হেনস্থার অভিযোগে বিএম কলেজের সমন্বয়ক মোস্তাফিজুর রহমান রাফিকে হামলা করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

পরে চাঁদাবাজির অভিযোগ তুলে পাল্টা হামলা চালায় বিএম কলেজের শিক্ষার্থীরা।

এই ঘটনায় দুই শিক্ষাপ্রতিষ্ঠানের চারটি বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে।

প্রথমদিন মারামারির পর দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই মঙ্গলবার বিকালে নিজ নিজ ক্যাম্পাসের সামনে মানববন্ধন করেছে।

কিন্তু মানবন্ধনের পর ফের গতকাল রাতে দুই গ্রুপের মধ্যে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটে।
সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement