১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১, ১১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

আ’লীগের প্রেতাত্মারা সুযোগ পেলেই ছোবল মারবে : আলতাফ হোসেন চৌধুরী

আলতাফ হোসেন চৌধুরী - ছবি : নয়া দিগন্ত

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগের প্রেতাত্মারা কিন্তু এখনো পালিয়ে ও তারা বিভিন্ন ভাবে আড়ালে দাঁড়িয়ে আছে। তারা সুযোগ পেলেই ছোবল মাড়বে এবং তাদের সুযোগ যদি কোনো বিএনপির নেতাকর্মী এনে দেয় সেই মোনাফেকের ওপর যেন আল্লাহর গজব পড়ে।’

সোমবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপি আয়োজিত ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও বন্যায় মৃত্যু বরণকারীদের স্মরণে’ মিলাদ ও দোয়া অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, ‘অল্প কয়টা টাকার জন্য আওয়ামী লীগের চোর, ডাকাত, গুন্ডা, খুনিরা এখানে আশ্রয় নেয়ার চেষ্টা করতেছে। নিজের সামান্য সার্থের জন্য ১৬ বছরের অত্যাচার রক্তের ওপর আবারো অত্যাচার নিয়ে আসার চেষ্টা করছে। আপনাদের চিহ্নিত করতে হবে ওই ভারতের দালালদের, ওই আওয়ামী লীগের প্রেতাত্মাদের, আর সবচয়ে চিহ্নিত করতে হবে বিএনপির মোনাফেকদের। ঘরের মধ্যে যতক্ষণ মোনাফেক থাকবে, তাদেরকে ততক্ষণ সামলাতে পারবে না, তেমনি বাইরের শত্রুকে সামলানো অনেক কষ্টকর হয়ে যাবে।’

তিনি বলেন, ‘কলেজ রোড এলাকার বিএনপির অফিস ভাঙচুর করে ইটগুলো নিয়ে গেছে। তাই আপনারা আইন কেউ নিজের হাতে নেবেন না। এই ১৬ বছরে আওয়ামী লীগ আইন নিজের হাতে নিয়েছিল বলেই শেখ হাসিনা পালিয়ে গেছে। কোনো সরকার পতনের পরে সেই দেশের প্রধানমন্ত্রী,মন্ত্রী এমপি, মসিজদের খতিব ও এমনকি নেতাকর্মীরাও পালিয়ে যায়- এ কথা কখনো শুনেছেন? শেখ হাসিসা পালিয়ে যাওয়ার পরে কোনো দেশ আশ্রয় দিতে চাইনি, শুধু ভারত সরকারই আশ্রয় দিয়েছে।’

বিএনপির কেন্দ্রীয় কমিটির এই নেতা বলেন, ‘বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারত সরকার শেখ হাসিনাকে সকল প্রকার সুবিধা দিয়ে আসছে। বিভিন্নভাবে চেষ্টা করার পরেও সকল ষড়যন্ত্র ব্যর্থ হইতে বাধ্য। তাই অন্যায় দিয়ে কেউ কখনো সফল হয় না। বাংলাদেশের আজকে যারা কু-সন্তান, তারা সব পালিয়েছে। আজকে যারা একত্রিত হয়েছে, হাতে হাত ধরেছে ইউনাইটেড হয়েছে, তারা একত্রে কাজ করছেন।’

উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: আনোয়ার হোসেন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি আরো বলেন, ‘বিগত ১৬ বছরে ইতিহাস ফুকফাটা কান্না, বিধবা ও সন্তান হারা মায়ের দীর্ঘশ্বাস সেটা শেষ হয়েছে এই শিশুদের রক্তের মাধ্যেমে গত ৫ আগস্ট। ছাত্র-ছাত্রীর রুহের মাগফেরাত কামনা করছি। আমি স্যালুট করি ছাত্র-ছাত্রীর মা-বাবা ও শিক্ষকদের। দ্বিতীয়বারে মতো বাংলাদেশ স্বাধীন হয়েছে অনেক রক্তের বিনিময়ে। এই ফ্যাসিবাদী সরকাররে শাসন আমলে আমাদের নেতাকর্মীদের জায়গা জমি, দোকান ব্যবসা প্রতিষ্ঠান, ক্ষেতের ফসল, গোয়ালের গরু, পুকুরের মাছ কেড়ে নিয়েছে এবং যখন আমাদের কিছুই ছিল না তখন আমাদের দাদার আমলের বড় গাছটাও কেটে নিয়েছে। কোথায় বিচার পাওয়া যেত না। কোথায় বিচার না পেয়ে অনেক নেতাকর্মী আত্মহত্যা করছে। যে শিশু সন্তানরা-ছাত্র-ছাত্রীরা মাঠে নেমেছিল তারা শুধু সন্তান না, তারা আল্লাহর রহমত হয়ে এসেছিল। আর যারা বর্তমান তত্ত্বাবধায়ক সরকার হয়ে এসেছেন তারাও আল্লাহর রহমত হয়ে এসেছেন।’

তিনি বলেন, ‘গত ১৬ বছরে বিভিন্ন মামলায় আমি ৮০০ বার কোর্টে হাজিরা দিয়েছি। দেশের অর্থনীতি -শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে গেছে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সহযোগীতায় আবারো ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।’

উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: আমিনুল ইসলাম খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক বেগম সুরাইয়া আক্তার চৌধুরী, পটুয়াখালী জেলা বিএনপির সদস্য মো: মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক মো: মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম ফরাজী, সমাজসেবক মো: ফিরোজ আলম গোলদার, পটুয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো: আনিসুর রহমান, পটুয়াখালী জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী অধ্যাপিকা লায়লা ইয়াসমিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো: গাজী রাসেদ সামস্, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো: রুবেল মৃধা, মাধবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো: মনিররুল ইসলাম খন্দকার, মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো: শাহীন চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মো: রফিকুল ইসলাম, শ্রমিকদলের সভাপতি মো: নাসির উদ্দীন হাওলাদার প্রমুখ।

অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা মো: আবুল কালাম আজাদ।


আরো সংবাদ



premium cement
পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়ে আলোচনা হয়েছে : উপদেষ্টা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র ভারতকে হারানোর মিশনে দেশ ছাড়ছেন লিটন-মুশফিকরা প্রিন্সিপাল মাওলানা মো: নূরুল হুদার ১১তম মৃত্যুবার্ষিকী আজ শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১৫ অক্টোবর ‘জুলাই গণহত্যায়’ শহীদদের মধ্যে ৪২২ জন বিএনপির : মির্জা ফখরুল বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র গুমের শিকার ব্যক্তিদের তথ্য সংগ্রহ আজ থেকে শুরু মানবাধিকার সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন ডিবি হেফাজতে, এ পর্যন্ত যারা গ্রেফতার হলেন মোটরসাইকেল দুর্ঘটনায় শায়েস্তাগঞ্জের ২ যুবক নিহত

সকল