১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১, ১১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু - নয়া দিগন্ত

বরগুনার পাথরঘাটায় প্রতিবেশীর বিদ্যুতের লাইনের সমস্যা ঠিক করার সময় বিদ্যুতায়িত হয়ে মো: কবির সরদার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম হাড়িটানা এলাকার এ ঘটনা ঘটে।

কবির সরদার একই এলাকার মো: মজনু সরদারের ছেলে। ইসমাইল নামের ৮ বছরের একজন ছেলে রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কবির সরদার ও তার ছেলে ইসমাইল সকালে ধানের ক্ষেত থেকে ধানের বীজ বপণ শেষে বাড়িতে আসছিলেন। এ সময় প্রতিবেশী জলিল আকনের বাড়ির বিদ্যুৎ লাইনের সমস্যা দেখা দিলে তা ঠিক করার জন্য ডাক দেন তারা। তাদের ডাকে কবির ও তার ছেলে ইসমাইল ওই বাড়িতে গিয়ে বিদ্যুতের মিটার চেক করতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অসুস্থ হয়ে পড়েন। কবিরের ছেলে ঘটনা দেখে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে কবিরকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাথরঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন সাংবাদিকদের জানান, মৃত্যুর খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানা তিনি।


আরো সংবাদ



premium cement