১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

ঝালকাঠিতে গ্রেফতার আতঙ্কে ঘর ছাড়া বিএনপি নেতারা, ভয়ে শিক্ষার্থীরাও

- প্রতীকী ছবি

ঝালকাঠিতে গ্রেফতার আতঙ্কে রাতে ঘরে ঘুমাতে পারছেন না বিএনপি নেতাকর্মীরা। প্রতিদিন সন্ধ্যার পরে বিএনপি নেতাকর্মীদের ঘরে ঘরে পুলিশ গিয়ে তল্লাশি চালাচ্ছে বলে অভিযোগ তাদের। পাশাপাশি কোটা সংস্কার আন্দোলনে জেলার রাজাপুরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করায় পালিয়ে বেড়াচ্ছে তারাও।

বিএনপি সূত্রে জানা যায়, ঝালকাঠিতে কারফিউ জারি করার পর থেকে পুলিশ বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো বিএনপির নেতাকর্মীকে গ্রেফতার করা যায়নি। রাতে বাড়িতে তল্লাশি করায় নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছেন। এতে ভয়ে আছে তাদের পরিবারের লোকজনও।

তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, যাদের বিরুদ্ধে নাশকতা পরিকল্পনার অভিযোগ ও ওয়ারেন্ট আছে, তাদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। এতে নিরীহ কাউকে হয়রানি করা হচ্ছে না।

ঝালকাঠি জেলা বিএনপির দফতরের দায়িত্বে থাকা আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন বলেন, ‘আমি একজন আইনজীবী হয়েও গত এক সপ্তাহ ধরে আদালতে যেতে পারছি না। রাতে বাসায় ঘুমাতেও পারছি না। পুলিশ আমাদের নেতাকর্মীদের বাড়িতে গিয়ে তল্লাশি চালাচ্ছে। এতে আমাদের পরিবারের সদস্যরাও আতঙ্কিত।’

ঝালকাঠি জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, ‘কয়েক দফায় পুলিশ আমাদের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করছে। পুলিশের অভিযানের কারণে কেউ বাসায় থাকতে পারছে না। অনেক অসহায় নেতাকর্মী পালিয়ে থাকায় তাদের পরিবারের দুরবস্থা সৃষ্টি হয়েছে।’

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম বলেন, ‘পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। যাদের বিরুদ্ধে মামলা আছে, তাদের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। নিরীহ কাউকে হয়রানি করা হচ্ছে না।’

এদিকে কোটা আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্য থেকে চারজনকে ১৯ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত আটক করে মুচলেকা রেখে ছেড়ে দিয়েছে রাজাপুর থানা পুলিশ। চারজনের মধ্যে একজন উপজেলার ইন্দ্রপাশা গ্রামের মহসিন খানের ছেলে খায়রুল ইসলামকে দু’দফায় আটক করে ছেড়ে দেয় পুলিশ।

২৩ জুলাই রাতে অভিযান চালিয়ে আসাদুজ্জামান নামের একজনকে আটক করে বুধবার সকালে মুচলেকা রেখে ছেড়ে দেয় পুলিশ। এর ফলে আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা নিজ বাসভবন ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থীর বাবা বলেন, ‘আমার ছেলে কোটা আন্দোলনে অংশ নেয়ায় বাড়িতে কয়েক দফা পুলিশ অভিযান করেছে। আমার ছেলেকে থানায় নিয়ে আসার জন্য বলা হয়েছে। এতে আমরা এখন আতঙ্কিত।’

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, ‘তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে। এছাড়া কারফিউর জন্য পুলিশ বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে।’


আরো সংবাদ



premium cement
সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেফতার সোনারগাঁয়ে শেখ হাসিনা-শেখ রেহেনাসহ ২৩৯ জনের বিরুদ্ধে মামলা গাজার চলমান ঘটনাবলী সমসাময়িক বিশ্বের সবচেয়ে বড় ভুল : বসনিয়া রাজনৈতিক অস্থিরতার পর থেকে ভারতের আসাম-মেঘালয় সীমান্তে আটক ৬৫ বাংলাদেশী ঐক্যের মাধ্যমেই কেবল মুসলিম উম্মাহ'র মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব : ইরানের সর্বোচ্চ নেতা হোসেনপুরে স্কুলশিক্ষকের বসতঘর পুড়ে ছাই রাজশাহী, খুলনা ও চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস 'শ্রম আইন সংস্কার করে শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে হবে' সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে লাশ উদ্ধার সাতক্ষীরায় বজ্রপাতে মৎস্যচাষির মৃত্যু সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুর ওপর ডিম নিক্ষেপ

সকল