০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ জিলহজ ১৪৪৫
`

সাগরের প্রবল স্রোতে ট্রলারডুবি : পিরোজপুরের ৫ জেলে নিখোঁজ

সাগরের প্রবল স্রোতে ট্রলারডুবি : পিরোজপুরের ৫ জেলে নিখোঁজ - প্রতীকী ছবি

বঙ্গোপসাগরে শিকার করতে গিয়ে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ছোট মাছুয়া এলাকার পাঁচজন জেলে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় ট্রলারে থাকা সাত জেলেকে উদ্ধার করা হয়েছে।

রোববার (৩০ জুন) রাত সাড়ে ১১টার সময় নিখোঁজ জেলেরা পরিবারের সাথে সবশেষ যোগাযোগ করেন। এর আধা ঘণ্টা পরে সাগরের প্রবল স্রোতের তোড়ে ট্রলারটি ডুবে যায়।

নিখোঁজ হওয়া জেলেরা হলেন ভান্ডরিয়া থানার জুনিয়া এলাকার বাবুর্চি মোকলেছ হাওলাদেরর ছেলে আব্দুর রহমান (৫০)ও মঠবাড়িয়া উপজেলার ছোট মাছুয়া এলাকার মোশারেফ ফরাজীর ছেলে নজরুল মাঝি (৫৫), মরহুম হাফেজ আকনের ছেলে বাহাদুর আকন (২২), আকব্বর শাহের ছেলে আল আমিন শাহ (২২) ও মোসলেম হাওলাদারের ছেলে সালাম (৫০)। নিখোঁজ জেলে পরিবারগুলোর মধ্যে চলছে চরম উৎকণ্ঠা ও আহাজারি।

নিখোঁজ জেলে পরিবারের স্বজনরা জানান, পরবর্তীতে একই ট্রলারে থাকা আরো সাতজন জেলে উদ্ধার হলেও এখনো পাঁচজন নিখোঁজ রয়েছে। উদ্ধার হওয়া ৭ জেলে মহিপুর হাসপাতালে ভর্তি রয়েছে। রোববার রাতে তারা নিখোঁজ হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম।

তুষখালী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রফিকুল ইসলাম সেলিম জানান, দরিদ্র জেলেরা একটি ট্রলার নিয়ে ছোটমাছুয়া এলাকার ১২ জন জেলে গত ২৬ জুন মাছ শিকার করতে সাগরে যায়। রোববার (৩০ জুন) গভীর রাতে স্রোতের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। সাত জন জেলেদের উদ্ধার করা হলেও এখনো পাঁচজন নিখোঁজ রয়েছে। এসব জেলেদের পরিবারে চলছে কান্না ও কষ্টের আহাজারি।
উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম বলেন, গত কালকে এ বিষয়ে খবর পেয়েছি। আমরা কোস্টগার্ড ও নৌবাহিনীর কর্মকর্তাদের জানিয়েছি। নৌবাহিনী নিখোঁজদের উদ্ধারের জন্য চেষ্টা করছে।


আরো সংবাদ



premium cement
লড়াইটা রোনালদো-এমবাপ্পেরও সরকারি কর্মচারী (আচারণ) বিধিমালা সংশোধন করা হচ্ছে : মন্ত্রিপরিষদ সচিব কুমারখালীতে ২ ভুয়া বিশেষজ্ঞ চিকিৎসকে ৬০ হাজার টাকা জরিমানা, চেম্বার বন্ধ প্রাইভেট কার নিয়ন্ত্রণে হারিয়ে গাছের সাথে ধাক্কা, নিহত ৪ এডিস মশার লার্ভা পাওয়ায় স্কয়ার হাসপাতালসহ ৯ স্থাপনাকে জরিমানা গাজা যুদ্ধবিরতি আলোচনায় প্রতিনিধি দল পাঠাচ্ছে ইসরাইল প্রত্যয় স্কিম : বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কেন এটি বাস্তবায়নের বিরোধিতা করছেন ‘২০২৩-২৪ অর্থবছরে রাকাব ২ কোটি ৯৮ লাখ টাকা নিট মুনাফা অর্জন করেছে’ এলডিসি-পরবর্তী যুগের জন্য বাংলাদেশের প্রস্তুতি দেখে উৎসাহিত : এডিবি ভাইস প্রেসিডেন্ট দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন স্তরে উন্নীত হবে : চীন মুস্তাফিজকে দশে সাত দিলেন ওয়াসিম আকরাম

সকল