০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ জিলহজ ১৪৪৫
`

বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি নির্বাচিত হলেন নয়া দিগন্তের গোলাম কিবরিয়া

দৈনিক নয়া দিগন্তের বরগুনা জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া - ছবি : নয়া দিগন্ত

বরগুনা সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৪-২৬-এর ভোটগ্রহণ ইউনিয়নের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে দৈনিক নয়া দিগন্তের বরগুনা জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে সাগর আকন (মোহনা টেলিভিশন) নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২ জুলাই) সকাল ১০টায় ভোট শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সাংবাদিক ইউনিয়নের সভাপতি পদে, সিনিয়র সহ-সভাপতি পদে, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক ও কার্যকরী সদস্যসহ ১৯ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন। সহ-সভাপতি ও দফতর সম্পাদক দু’জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সংগঠনের ২৯ জন ভোটারের মধ্যে ২৮ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীদেরকে ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নয়া দিগন্তের বরগুনা জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া সভাপতি পদে ১৫ ভোট পেয়েছেন। তার নিকটতম দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মো: মজিবুল হক কিসলু পেয়েছেন ১১ ভোট। সভাপতি পদে দু’টি ভোট উভয়কে দেয়ায় নির্বাচন কমিশন বাতিল করে।

সিনিয়র সহ-সভাপতি পদে মাহমুদ হাসান তাপস (জেলা প্রতিনিধি সোনালী নিউজ.কম ও দৈনিক রূপালী বাংলাদেশ) ১৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শফিকুল ইসলাম স্বপন (মাই টিভি টেলিভিশন) পেয়েছেন ১৩ ভোট। সাধারণ সম্পাদক পদে মো: সাগর আকন (মোহনা টেলিভিশন) ১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম গোলাম হায়দার স্বপন (জেলা প্রতিনিধি দৈনিক খবর) পেয়েছেন ১২ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে আসাদুল ইসলাম সবুজ (জেলা প্রতিনিধি দৈনিক কালবেলা) ও খান নাইম (বার্তা সম্পাদক দৈনিক মানবকাল) সমান ১৪ ভোট পেয়েছেন। লটারিতে প্রথম বছর আসাদুল ইসলাম সবুজ এবং দ্বিতীয় বছর খান নাইম দ্বায়িত্ব পালন করবেন। প্রচার সম্পাদক পদে এম সাইফুল ইসলাম (দৈনিক তৃতীয় মাত্রা ও নতুন সময়.কম) পেয়েছেন ১৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইফুল ইসলাম রাফিন (দৈনিক ঢাকা প্রতিদিন) পেয়েছেন ৯ ভোট।

কার্যনির্বাহী পদে প্রতিদ্বন্দ্বীকারী খায়রুল ইসলাম আকাশ (দেশ রুপান্তর) তালতলী উপজেলা প্রতিনিধি সর্বোচ্চ ২৩ ভোট পেয়ে নির্বাচিত হন। মশিউর রহমান রাসেল (দৈনিক যায় যায় দিন) পেয়েছেন ২০ ভোট। মো: সগীর হোসেন (দৈনিক সবুজ বাংলাদেশ) ১৯ ভোট পেয়ে নির্বাচিত হন। ইমরান হোসেন (দৈনিক আমাদের সময় পাথরঘাটা উপজেলা প্রতিনিধি) ও মো: আবু হাসান জেলা প্রতিনিধি দৈনিক আমার সময় সমান ভোট পাওয়া প্রথম বছর মো: ইমরান হোসেন প্রথম বছর এবং আবু হাসান দ্বিতীয় বছর নির্বাহী সদস্য পদে দ্বায়িত্ব পালন করবেন।


আরো সংবাদ



premium cement
কুমারখালীতে ২ ভুয়া বিশেষজ্ঞ চিকিৎসকে ৬০ হাজার টাকা জরিমানা, চেম্বার বন্ধ প্রাইভেট কার নিয়ন্ত্রণে হারিয়ে গাছের সাথে ধাক্কা, নিহত ৪ এডিস মশার লার্ভা পাওয়ায় স্কয়ার হাসপাতালসহ ৯ স্থাপনাকে জরিমানা গাজা যুদ্ধবিরতি আলোচনায় প্রতিনিধি দল পাঠাচ্ছে ইসরাইল প্রত্যয় স্কিম : বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কেন এটি বাস্তবায়নের বিরোধিতা করছেন ‘২০২৩-২৪ অর্থবছরে রাকাব ২ কোটি ৯৮ লাখ টাকা নিট মুনাফা অর্জন করেছে’ এলডিসি-পরবর্তী যুগের জন্য বাংলাদেশের প্রস্তুতি দেখে উৎসাহিত : এডিবি ভাইস প্রেসিডেন্ট দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন স্তরে উন্নীত হবে : চীন মুস্তাফিজকে দশে সাত দিলেন ওয়াসিম আকরাম ভাঙ্গায় ছেলের অবাধ্য আচরণে ক্ষুব্ধ হয়ে প্রবাসীর আত্মহত্যা সেই কর কর্মকর্তা ফয়সালকে এনবিআর থেকে বিদায়, নতুন কর্মস্থল বগুড়া

সকল