পাথরঘাটায় অগুনে ৪ দোকান পুড়ে ছাই
- পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা
- ২৯ জুন ২০২৪, ১২:১৩
বরগুনার পাথরঘাটায় অগুনেণ্ডে চারটি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। কিভাবে এ অগ্নিকাণ্ড ঘটেছে তা জানা যায়নি।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পাথরঘাটা পৌর শহরের উকিল পট্টিতে এ অগ্নিকাণ্ড ঘটে।
জানা গেছে, পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান এনামুল হোসাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ্জামান খান, ওসি মো: আল মামুন তাৎক্ষণিক ঘটনাস্থলে আসেন।
পাথরঘাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম কাকন বলেন, প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে তথ্য পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও চারটি দোকান পুড়ে গেছে। এছাড়া ভেতরে আবাসিক ভবনে কিছু সংখ্যক মানুষ আটকা পড়েছিল তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছি। মালের ব্যপক ক্ষয়ক্ষতি হলেও মানুষের কোনো ক্ষতি হয়নি। তবে উদ্ধারকর্মীরা আগুন নেভাতে গিয়ে কয়েকজন আহত হয়েছে।
তিনি আরো জানান, পাশে একটি বিল্ডিং থাকাতে আগুন বেশি দূর যেতে পারেনি। যদি বিল্ডিং না থাকতো তাহলে পৌর শহরের অধিকাংশ দোকানপাট পুড়ে যেত।
পাথরঘাটা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত চলছে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা