০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অভাবী মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চায় জামায়াত

বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ - ছবি : নয়া দিগন্ত

জামায়াতে ইসলামী আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অভাবী মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

শুক্রবার (২৮ জুন) বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে অসচ্ছল মানুষের আত্মকর্ম সংস্থানের উদ্দেশ্যে সেলাই মেশিন বিতরণকালে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, মোহাম্মদ সা: শুধু নবী হিসেবে ইমামতি দাওয়াতি কাজ করেননি মানুষের অর্থনৈতিক সমস্যা দূরীকরণে ভূমিকা রেখেছেন। তিনি অভাবী মানুষের হাতে কুঠার তুলে দিয়ে কাজে উৎসাহিত করেছেন। এমন এক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন যেখানে যাকাত নেয়ার মতো লোক ছিল না। জামায়াতে ইসলামীও এমন একটি সোনালি সমাজ প্রতিষ্ঠা করতে চায়। জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতার অংশীদার নয় গত ১৫ বছরে আমাদের ওপরে নানান জুলুম নির্যাতনের পরেও যখনই বাংলাদেশের কোনো জনপদের মানুষ বিপদগ্রস্ত হয় তখন জামায়াতে ইসলামী তার সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে।

আপনারা দেখেছেন দক্ষিণাঞ্চলের ভয়াবহ ঘূর্ণিঝড় রেমালে আমিরে জামায়াত আমাদের অঞ্চলে ত্রাণ কার্যক্রম চালিয়েছেন। তার নির্দেশনায় আমরা প্রত্যন্ত চর অঞ্চল চর কুকরী মুকরী, দক্ষিণ আইচা, তালতলী, কলাপাড়া দশমিনাসহ বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্তদেরকে পুনর্বাসন করার চেষ্টা করছি। বর্তমানে সিলেটের বন্যায়ও জামায়াতে ইসলামী সবার আগে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াচ্ছে। এই আত্ম কর্মসংস্থান সৃষ্টির দায়িত্ব সরকারের কিন্তু তারা সে দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে। তাই আমরা আমাদের সীমিত সামর্থের আলোকে মানুষকে সহযোগিতার চেষ্টা করছি।

সভাপতির বক্তব্যে মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, বরিশাল শহরের হাজার হাজার মানুষের মধ্যে আমাদের দুই-চার শ’ সেলাই মেশিন খুব বেশি প্রভাব বিস্তার করবে না কিন্তু আমরা চাই ধারাবাহিকভাবে প্রতিবছর যেভাবে বিতরণ করছি এভাবে বিতরণ করতে পারলে একটা সময় অনেক মানুষের কাছে আমরা পৌঁছাতে পারব।

তিনি আরো বলেন, এখন বরিশালে কোনো ভোটের আয়োজন নেই, আমরা ভোটের জন্য এই সেলাই মেশিন বিতরণ করিনি। একটা সেলাই মেশিন বিতরণ করলে একটা ভোট বাড়বে এ ধরনের চিন্তা ভাবনা করে আমরা এই কার্যক্রম চালাইনি। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি এবং মানবতার কল্যাণের জন্যই আমাদের এই সকল প্রচেষ্টা।

মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠঅনে আরো উপস্থিত ছিলেন মহানগর সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, কোতোয়ালি দক্ষিণ থানা আমির তারিকুল ইসলাম, সদর উপজেলা আমির মাওলানা শফিউল্লাহ তালুকদার, কাউনিয়া থানা আমির মুস্তাফিজুর রহমান, কোতোয়ালি উত্তর থানা আমির অধ্যাপক আনোয়ার হোসাইন, জামায়াত নেতা অ্যাডভোকেট সালাউদ্দিন মাসুম ও আব্দুর রহমান প্রমুখ।


আরো সংবাদ



premium cement
আগামীর বাংলাদেশ হবে তরুণ সমাজের বাংলাদেশ : ব্যারিস্টার রুমিন ফারহানা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ

সকল