১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মির্জাগঞ্জে আবু বকর সিদ্দিকী ও হাসিনা বেগমের হ্যাটট্রিক জয়

মির্জাগঞ্জে আবু বকর সিদ্দিকী ও হাসিনা বেগমের হ্যাটট্রিক জয় - সংগৃহীত

তৃতীয় ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা চেয়ারম্যান পদে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন খান মো: আবু বকর সিদ্দিকী। তিনি জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান। এই নিয়ে তিনবার তিনি বিপুল ভোটে জয় লাভ করেন।

রোববার (৯ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট শেষে রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল থেকে এ তথ্য পাওয়া যায়।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে গত ২৯ মে মির্জাগঞ্জে ভোট গ্রহণ ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত নির্বাচন ৯ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

কোনোরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই ৪৩টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়। উপজেলায় ভোটার ১ লাখ ১৩ হাজার ৮৯৫। এরমধ্যে ৫২ হাজার ৪৬৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট প্রদানের হার ৪৬ দশমিক শূন্য ৬৭ শতাংশ।

উপজেলায় চেয়ারম্যান পদে কাপ পিরিচ প্রতীক নিয়ে খান মো: আবু বকর সিদ্দিকী ২৪ হাজার ৮৫০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীক নিয়ে মো: জহিরুল ইসলাম জুয়েল পেয়েছেন ২০ হাজার ৮৯২ ভোট। এর আগে তিনি ২০০৯ সালে বই প্রতীক নিয়ে তিনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এরপর ২০১৪ ও ২০১৯ সালে আওয়ামী লীগের দলীয় হেবিওয়েট প্রার্থীকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দু’বার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে তিনি টানা তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়ে হ্যাটট্রিক করেন।

তিনি বলেন, ভাইস চেয়ারম্যান ও দুইবার উপজেলা চেয়ারম্যান থাকাকালীন সময়ে উপজেলার উন্নয়নে আমি সর্বত্রক চেষ্টা করেছি। জনগণই আমার শক্তি। তাই এ উপজেলার মানুষের ভালোবাসা নিয়ে বারবার নির্বাচিত হয়েছি। আমি তাদের কাছে ঋনি। আমি উপজেলাকে একটি আধুনিক ও স্মার্ট উপজেলা গঠনের চেষ্টা করব।

এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীক নিয়ে ২৭ হাজার ৬৯৫ ভোটে মিসেস হাসিনা বেগম বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কলস প্রতিক নিয়ে পান ১৭ হাজার ৯১২ ভোট। তিনিও ২০১৪ ও ১৯১৯ ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০২৪ সালে বিপুল ভোটে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে হ্যাটট্রিক করেছেন। তিনি বিএনপির একজন মহিলা নেত্রী। উপজেলা বিএনপি দলীয় পদ থেকে বারবার বহিষ্কার করা হলেও জনগণের ভোটে তিনি তিনবার নির্বাচিত হয়েছেন।


আরো সংবাদ



premium cement
ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের আরো ৫০ কোটি মার্কিন ডলারের সহায়তা ঘোষণা র‌্যাংকিংয়ে উন্নতি সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলের পাকিস্তান টেস্ট দলের কোচের দায়িত্ব ছাড়লেন গিলেস্পি চৌগাছায় গৃহবধূ রাবেয়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার সিরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ৯০ শতাংশ ধ্বংস করার দাবি ইসরাইলের ইজতেমা ময়দানে সা’দপন্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা চেয়ে স্মারকলিপি প্রদান ‘শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন ক্যারিশম্যাটিক লিডার’ ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ২৪১ গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত শহীদ বুদ্ধিজীবীদের আদর্শের দেশ গড়তে পারলেই তাদের আত্মত্যাগ সার্থক হবে : রাষ্ট্রপতি বানিয়াচংয়ে ট্রাকচাপায় মোটরসাইকেলআরোহী নারী নিহত

সকল