১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মঠবাড়িয়ায় নির্বাচনী সংঘর্ষ, আহত ৫০

মঠবাড়িয়ায় নির্বাচনী সংঘর্ষ, আহত ৫০ - ছবি : নয়া দিগন্ত

পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিয়াজ আহম্মেদ (আনারস) ও অ্যাডভোকেট বায়জিদ আহম্মেদের (দোয়াত-কলম) সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৫০ জন আহত হয়েছে।

রোববার (৯ জুন) দিনভর পৃথক পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম (৫০), চড়কগাছিয়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে আইনজীবি সহকারী আব্দুল আউয়াল (৫০), বাদুরা গ্রামের মন্নান হাওলারের ছেলে কলেজছাত্র রোহান (২৫), বড়শিংঙ্গা আ: মন্নান হাওলাদারের ছেলে নুরুল হক (৬৫), টিকিকাটা গ্রামের ইউসূফ আলীর ছেলে আল আমিন (৫০) ও বুড়িরচর গ্রামের আওলাদ হাওলাদারের ছেলে কলেজছাত্র নাজমুল (২৪)।

আহতদের অনেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিলেও গুরুতর আহত আটজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ছয়জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

থানার ইন্সপেক্টর (অপারেশন)আব্দুল হালিম-হামলার ঘটনায় নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবন্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement