১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কাঠালিয়ায় নির্বাচনী সহিংসতা আহত ৩, আটক ৫

কাঠালিয়ায় নির্বাচনী সহিংসতা আহত ৩, আটক ৫ - প্রতীকী ছবি

ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের আগের দিন প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে তিনজন আহত হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার (৮ জুন) সকাল ১০টায় উপজেলার সদর ইউনিয়নের আউরা জয়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। এর আগে, সকাল ৭টার দিকে জয়খালী গ্রামের শ্রমোতলা বাজারে বসে কাপ পিরিচ প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়া সিকদারের কর্মী জয়খালী গ্রামের ফরিদকে মারধর করে দোয়াত কলম প্রতীকের প্রার্থী এমাদুল হক মনিরের কর্মী হায়দার আলী। এর জেরে আউরা জয়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হচ্ছেন দোয়াত কলম প্রতীকের প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: এমাদুল হক মনিরের কর্মী মো: মিরাজ হাওলাদার (৩২), নাঈম হাওলাদার (৩৫) ও কাপ পিরিচ মার্কার প্রার্থী গোলাম কিবরিয়া সিকদারে কর্মী ফরিদ হাওলাদার (৩১)। গুরুতর আহত মিরাজ হাওলাদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আমুয়া) ভর্তি করা হয়েছে। বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আটককৃতরা হলেন কাঠালিয়া সদরের মো: রবিউল ইসলাম কবির সিকদারের ছেলে মো: ওলিউল ইসলাম সম্রাট (৩২), উত্তর আউরা গ্রামের মো: শাহজালাল আকনের ছেলে মো: সৈকত আকন (২৮), কাঠালিয়া সদরের কবির মৃধার ছেলে মো: সুজন মৃধা (২৭), জয়খালী গ্রামের আবদুল বারেকের ছেলে জসিম উদ্দিন (৪১) ও একই গ্রামের আব্দুল রশীদের ছেলে নেছার উদ্দিন (৪০)।

বিষয়টি নিশ্চিত করে কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দিন সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানা আনা হয়েছে।

দোয়াত কলমের প্রার্থী মো: এমাদুল হক মনির জানান, শনিবার সকাল ১০টার দিকে তার কর্মী জয়খালী গ্রামের মিরাজ হাওলাদার, টিপু খান ও নাঈম হাওলাদার আউরা জয়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের আনসার উদ্দিনের দোকানের সামনে বসা ছিল। এ সময় কাপ পিরিচ প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়া সিকদারের ভাগ্নে মামুন হাওলাদারের নেতৃত্বে জসিম খান, রাসেল হাওলাদার, ফোরকান ও মাসুদ হাওলাদারসহ ১০/১২ মিলে মিরাজকে হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। প্রতিবাদ করলে নাঈমকেও মারধর করা হয়।

কাপ পিরিচ প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়া সিকদার জানান, সকালে জয়খালী শ্রমোতলা বাজারে বসে অটো ভাড়া নিয়ে তার কর্মী জয়খালী গ্রামের হায়দার আলীকে মারধর করে, দোয়াত কলমের প্রার্থী এমাদুল হক মনিরের কর্মী ফরিদ হাওলাদার। এ নিয়ে পরে আউরা জয়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তাদের কর্মী-সমর্থকদের মধ্যে তর্কবির্তক হয়েছে।

তিনি আরো জানান, মিরাজ নির্বাচনে আতঙ্ক ছড়াতে দা নিয়ে রাস্তায় মহড়া দিচ্ছিল।

ওসি মো: নাসির উদ্দিন সরকার জানান, এ ঘটনায় যাতে নির্বাচনের ওপর কোনো প্রভাব না পড়ে সে কারণে সংঘর্ষের সাথে জড়িতদের মধ্যে পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। প্রার্থীরা অভিযোগ দিলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে। পরিস্থিতি সম্পূর্ণ পুলিশের নিয়ন্ত্রণে।

উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে তৃতীয় ধাপের কাঠালিয়া উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত কথা ছিল। ঘূর্ণিঝড় রেমালের কারণে তা স্থাগিত করা হয়। পরবর্তী সময়ে নির্বাচন কমিশন আগামী ৯ জুন ভোট গ্রহণের দিন ধার্য করে পরিপত্র জারী করা হয়।


আরো সংবাদ



premium cement