পিরোজপুরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক পরিবারের মাঝে বিএনপির সহায়তা
- পিরোজপুর প্রতিনিধি
- ০৭ জুন ২০২৪, ১৮:৩০
পিরোজপুরে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত হওয়া পাঁচ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৭ জুন) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বরিশাল বিভাগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ বন ও পরিবেশ বিষয়কসম্পাদক রণকুল ইসলাম টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহেদুজ্জামান লাভলু।
এ সময় অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বলেন, বিএনপি এ দেশের জনগণের দল, তাই এদেশের মানুষের প্রতি আমাদের অনেক দায়িত্ব আছে।
ক্ষমতাশীন দলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, জনগণের ভোটে তারা নির্বাচিত নয়, তাই তাদের জনগণের জন্য তাদের কোনো দায়িত্ব কর্তব্য নেই। ফলে জনগণের কাছে কোনো জবাবদিহিতা নেই।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা