১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চরফ্যাশন উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন

চরফ্যাশন উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন - ফাইল ছবি

কোনোরকম সংঘর্ষ ছাড়া চরফ্যাশন উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত তেমন অংশগ্রহণ না হলেও বড় ধরনের কোনোরকম সংঘর্ষ হয়নি।

২১টির ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে এ উপজেলা গঠিত। উপজেলার ১৩১টি ভোটকেন্দ্রে এ ভোট গ্রহণ করা হয়। এই উপজেলায় মোট ভোটারের সংখ্যা তিন লাখ ৯৭ হাজার ৯৫১।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৩৬টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র হিসেবে গ্রহণ করা হয়। আজ রাত সহকারী রিটার্নিং অফিসার চরফানের উপজেলা নির্বাহী অফিসার নওরিন হক উপজেলা পরিষদের নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

চরফ্যাশন উপজেলা পরিষদ নির্বাচনে জয়নাল আবেদীন আখন (মোটর সাইকেল) প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন তিনি ভোট পেয়েছেন ৬৮ হাজার ৩৩৫ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: ফিরোজ ভোট পেয়েছেন ১০ হাজার ৯৮৫। অপরদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মো: ছাদেক মিয়া (তালা) প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৬৬ হাজার ৭২৪, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: নোমান বই প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২০ হাজার ৮২৩।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে আকলিমা বেগম মিলা (কলস) প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৬৬ হাজার ৭২৪, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসিনা বেগম প্রতীক নিয়ে ১৭ হাজার ৮৮৬।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৮৭ হাজার ৫৮১ জন ভোটার অংশগ্রহণ করেন। এতে করে ভোট কাস্টিংয়ের পরিমাণ ছিল ২২ দশমিক ০১।


আরো সংবাদ



premium cement
আর কোনো শহীদের লাশ উত্তোলন করতে দেয়া হবে না : সারজিস রোববার থেকে ঢাকা-গাজীপুর রুটে চলবে বিআরটিসির এসি বাস সার্ভিস জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মীর খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ বিজয় দিবসে জেলা-উপজেলায় বিজয়মেলা হবে শীতে কাঁপছে চুয়াডাঙ্গা দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ চার স্তরের নিরাপত্তা থাকবে জাতীয় স্মৃতিসৌধে : ডিআইজি ঢাকা রেঞ্জ বিজয় দিবসে ঢাকা মহানগর ছাড়া সারাদেশে বিএনপির র‌্যালি ‘বন্দীদের তালিকা দিতে অস্বীকৃতি হামাসের’ ঢাকায় ৬ দিনব্যাপী নগর কৃষি মেলা শুরু জর্জিয়ার প্রেসিডেন্ট প্রার্থী সাবেক ফুটবলার মিখেইল কাভেলাশভিলি

সকল