তালতলীতে ঘরে আগুন লেগে শিশু নিহত
- গোলাম কিবরিয়া, বরগুনা
- ০৩ জুন ২০২৪, ২৩:৫১
বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের জয়ালভাংগা গ্রামে আগুনে পুড়ে এক শিশু নিহত হয়েছে।
সোমবার (৩ জুন) রাত ৮টা ১০ মিনিটের সময় হঠাৎ করে এ আগুন লাগে।
নিহত শিশুর নাম জুনায়েদ। তার বয়স হয়েছিল সাত বছর। নিহত শিশুর বাবার নাম কালাম গাজী। তিনি তালতলী চায়না তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক।
এ ঘটনায় ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে জুবায়ের (১৮) অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
এলাকাবাসী ও স্বজনরা জানান, আজ রাত ৮টা ১০ মিনিটের সময় হঠাৎ করে আগুন লাগে। বিদ্যুৎ না থাকার কারণে কুপি থেকে আগুন ছড়াতে পারে স্থানীয়রা মনে করছেন। আগুন লাগার সময় ঘরটিতে তাদের বাবা মা উপস্থিত ছিল না।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ারা তুম্পা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় দুই তালতলী উপজেলা চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান মিন্টু ও রেজবি উল কবির জমাদ্দার এবং নিশান বাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চু উপস্থিত ছিলেন।
এ বিষয়ে তালতলী ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার বদিউজ্জামান বলেন, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা