১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মেয়ের চিকিৎসার জন্য কোলে নিয়ে ঘুরছেন এক বাবা

মেয়ের চিকিৎসার জন্য কোলে নিয়ে ঘুরছেন এক বাবা - ছবি : নয়া দিগন্ত

মেয়ের চিকিৎসার জন্য কোলে নিয়ে মানুষের কাছে ঘুরছেন এক বাবা। জন্ম থেকেই মেয়েটির পাঁ দু’টো বাকানো বা অচল। সোজা হয়ে দাঁড়াতে কিংবা হাটতে পারে না। অপারেশনের মাধ্যমে দু’টি পা ভালো হওয়ার কথা হলেও একটি পা দিয়ে এখনো সোজা হয়ে দাঁড়াতে পারেন না ওম্মে হাবিব (১১)।

বিভিন্ন জনের কাছ থেকে বাবা মো: আনোয়ার মোল্লা সাহায্যে সহযোগিতা নিয়ে মেয়েটিকে চিকিৎসা করালেও এখনো সুস্থ জীবনে ফিরে আসতে পারেনি হাবিবা। এমনকি অন্যের সাহায্যে নিয়েও হাঁটতে বা চলতে কষ্ট হয়। বাবা-মায়ের কোলে কোলে কাটছে তার জীবন। বর্তমানে সে মির্জাগঞ্জ দরগাহ শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। তার বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কপালভেড়া গ্রামে। চিকিৎসার জন্য নিজের সহায় সম্বল সবই হারিয়েছে। তবুও সে মেয়েটি কারো বোঝ হিসেবে দেখতে চান না।

বাবা আনোয়ার মোল্লার বলেন,‘আমার মেয়ের ডান পা দু’বার অপারেশন হয়েছে আরো একবার করা লাগবে। বাম পায়ে অপারেশন করার পরে ভালো হয়েছে। জন্ম থেকে চিকিৎসা করাতে আছি। খুলনা মেহেরপুরে বছরের একবার জাপান থেকে একজন ডাক্তার আসেন সেখানে দেখিয়েছি। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মেয়ের চিকিৎসার জন্য ছিলাম প্রায় ১৭ মাস। পরে বরগুনা জেলার এক ডা: সরোয়ার স্যারের মাধ্যমে পঙ্গু হাসপাতালে ৬ মাস চিকিৎসা করানো পরে মোটামুটি ভালো। এই স্যার না হলে আমার মেয়ে এখনো ভালো হতে না। বর্তমানে আরো ৩০-৪০ হাজার টাকা দরকার। কিন্তু ডাক্তার স্যার কোনো টাকা নিবেন না। সকলের কাছে আবেদন আমার মেয়ে কারো বোঝা হয়ে না থাকে। ছোট একটি অপারেশন হলেই ভালোভাবে হাঁটতে পারবে। উম্মে হাবিবা বাঁচতে চায় ও সে পায়ে হেঁটে স্কুলে যেতে পারে। স্বাভাবিক ভাবে যেন জীবন-যাপন করতে পারে।’

শিশুটির বাবা আনোয়ার মোল্লা সমাজের বিত্তশালী ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তা কামনা করেছেন। যোগাযোগ বা
উম্মে হাবিবার বাবা আনোয়ার মোল্লার বিকাশ নম্বর ০১৯৩৮-৫৪৯৮৮৬।


আরো সংবাদ



premium cement