মামলা তুলে নেয়ার হুমকির প্রতিবাদে মানবন্ধন
- বেতাগী (বরগুনা) সংবাদদাতা
- ০১ জুন ২০২৪, ২৩:০৮
বরগুনার বেতাগীতে আলোচিত ইউসুফ আকন হত্যা মামলা তুলে নেয়ার আসামিদের হুমকির প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ জুন) বেলা ১১টায় মোকামিয়ার মাদরাসা বাজারে আয়োজিত ঘণ্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন ইউপি সদস্য মো: নাসির তালুকদার, সহকারী শিক্ষক নজরুল ইসলাম তালুকদার, স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম ও নিহত ইউসুফ আকনের স্ত্রী হেলেনা বেগম ও ছেলে আরিফুল ইসলাম তামিম।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানা সূত্রে জানা যায়, গভীর রাতে প্রার্থীর বাড়ি থেকে ফেরার পথে কর্মী খুন হওয়ার ঘটনায় বেতাগীতে বেশ চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়। গত ১১ জুন শুক্রবার রাত সাড়ে ১২টায় ওই খুনের ঘটনাটি ঘটে। অজ্ঞাতনামা আসামিদের অভিযুক্ত করে থানায় মামলা রুজু করা হয়।
পরে এ হত্যা মামলার তদন্তে নামে পুলিশ, সিআইডি, র্যাব, ডিবি পিবিআইসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় ওই এলাকার একাধিক ব্যক্তিকে। তবে শুরু থেকেই বর্তমান ইউপি সদস্যের দিকে ছিল সন্দেহের তীর। গোপন সংবাদের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় ওই ইউনিয়নের বাসিন্দা আমজেদ মীরের ছেলে হুমায়ন কবীরকে, এর পরই লাপাত্তা হন ইউপি সদস্য বশির আলম।
জিজ্ঞাসাবাদের শেষ পর্যায়ে হুমায়ন কবীর স্বীকার করেন ইউপি সদস্য বশির আলম এ ঘটনায় জড়িত। পরে উন্নত প্রযুক্তির মাধ্যমে (মোবাইল ট্র্যাকিংয়ে) এলাকা ত্যাগ করার আগেই তাকে গ্রেফতার করা হয়।
বেতাগী থানার পরিদর্শক ও ওই হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা আবদুস সালাম বলেন, ‘ইউপি সদস্য বশির আলমের সাথে মরহুম ইউসুফ আলীর স্ত্রীর পরকীয়ার সম্পর্ক ছিল আছে কি না, সে বিষয়টিও খতিয়ে দেখবে পুলিশ এবং অন্য কোনো আসামি খুনের সাথে জড়িত থাকলে তাদেরকেও গ্রেফতার করা হবে।’
উল্লেখ্য, যে বরগুনার বেতাগীতে প্রার্থীর বাড়ি থেকে গভীর রাতে ফেরার পথে ২০২১ সালের ১১ জুন শুক্রবার ইউসুফ আলী নামের এক ব্যক্তি খুন হন। উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড-সংলগ্ন উত্তর করুণা গ্রামের খাল থেকে পরের দিন শনিবার সকাল ১১টায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা