ঝালকাঠিতে জমি-সংক্রান্ত বিরোধের জেরে তরুণকে কুপিয়ে হত্যা
- ঝালকাঠি প্রতিনিধি
- ০১ জুন ২০২৪, ১৭:৪৩
ঝলকাঠিতে জমি নিয়ে বিরোধের জেরে মো: মাহফুজুর রহমান (২১) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় কুপিয়ে আহত করা হয় মাহফুজের বাবা আমির হোসেন (৫২) ও মা মুক্তা বেগমকে।
শনিবার বেলা ১১টার দিকে ঝালকাঠি শহরতলীর বিকনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাহফুজ একজন অটোচালক।
পুলিশ জানায়, আমির আলী হাওলাদারের সাথে তার চাচাত ভাই গাছ ব্যবসায়ী মো: কবির হাওলাদারের জমি নিয়ে বিরোধ চলছিল। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বিরোধীয় জমির কয়েকটি গাছ উপড়ে পড়ে। দু’পক্ষের মধ্যে গাছ কাটা নিয়ে বৃহস্পতিবার মারামারি হয়। এ ঘটনায় আমির হোসেন ঝালকাঠি থানায় শুক্রবার অভিযোগ দেন। ঘটনা তদন্তের জন্য ঝালকাঠি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শনিবার সকালে কবিরের বাড়িতে গিয়ে তদন্ত করে আসেন। এতে ক্ষিপ্ত হন কবির ও তার পরিবারের লোকজন। বাড়িতে পুলিশ যাওয়ায় ক্ষিপ্ত হয়ে সে আমির হোসেনকে বাড়িতে গিয়ে কুপিয়ে আহত করেন। তাকে বাঁচাতে স্ত্রী মুক্তা ও ছেলে মাহফুজ এগিয়ে এলে তাদেরকেও কোপানো হয়। এতে তিনজনই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিলে চিকিৎসক মাহফুজকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় আমির ও তার স্ত্রী মুক্তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, জমি নিয়ে পুরনো বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন ওসি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা