বোরহানউদ্দিনে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- মো: মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা)
- ৩১ মে ২০২৪, ১৯:৫৪
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে রাব্বি (৪) নামের এক শিশু পানিতে ডুবে মারা যায়।
শুক্রবার (৩১ মে) সকালের দিকে এ ঘটনা ঘটে।
রাব্বি কাচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফরাজী বাড়িতে নানা-নানুর কাছে জন্মের ২ বছর পর থেকে থাকত। বর্তমানে রাব্বির বাবা মো: রাকিব হোসেন চট্রগ্রাম জেলার পটিয়া থানার ফুলতলা গ্রামে থাকেন। মা মিতু বেগম ওমানে থাকেন।
ঘটনা সূত্রে জানা যায়, বাবা-মা দুনিয়াতে থেকেও নেই। তাদের প্রায় দুই বছর আগে ছাড়াছাড়ি হয়ে যায়।
থানা সূত্রে জানা যায়, রাব্বি আজ সকালে তার নানার পেছনে পেছনে মাঠে যাচ্ছিল। এ সময় তার নানা সামনে গরু নিয়ে যাচ্ছিল। কিন্তু নানা জানতেন না তার পেছনে তার নাতি আসতেছে। যাওয়ার পথে একটি খাল ছিল। সে এই সময়ের মধ্যে পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পরে ওই পথে যায় সোহান (১৫) নামে একজন ছাত্র। সে পানি থেকে উদ্ধার করে নিয়ে আসে। এর আগেই তার মৃত্যু হয়।
তার বাবাকে কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান আ: রব কাজী ফোন করেন ঘটাস্থলে আসার জন্য, কিন্তু তিনি আসবেন না বলে অপারগতা প্রকাশ করেন। এমনকি তাকে আসা যাওয়ার খরচ বাবদ পাঁচ হাজার টাকা অফার করেন। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা