ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে জামায়াতের অর্থ সহায়তা
- মো: মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা)
- ৩১ মে ২০২৪, ১৭:৫১
ভোলার বোরহানউদ্দিন উপজেলার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নগদ অর্থ সহায়তা করে।
শুক্রবার (৩১ মে) বেলা ১১টায় ঘূণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা দান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল।
তিনি বলেন, ঘূর্ণিঝড়সহ সকল বিপদ-মুছিবত মহান আল্লাহর পক্ষ থেকে আসে। কোনো বিপদেই স্থায়ী থাকে না। আল্লাহ তায়ালার পরীক্ষা শেষ হলে বিপদ কেটে যায়। সাম্প্রতিক কালের ভয়াবহ ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্থদের পাশে জামায়াতে ইসলামী সাধ্যমত সর্বোচ্চ সহযোগিতা নিয়ে দাড়িঁয়েছে। এ কঠিন পরিস্থিতিতে মূলত প্রধান দায়িত্ব সরকারের ওপরেই বর্তায়। সরকারের উচিত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দূর্গত মানুষের পাশে দাড়ানো। তিনি দেশের হৃদয়বান ও বিত্তবানদের বিপন্ন এ মানুষগুলোর সাহয্যে যার যার জায়গা থেকে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানান ।
এসময় ঘূণিঝড়ে নিহতের মাগফিরাতের জন্য এবং আহতের দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর কাছে দোয়া করেন তিনি। একইসাথে নিহতের পরিবারকে শান্তনা দেন এবং আহতের খোঁজখবর নেন। বিভিন্ন ইউনিয়নে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।
উপজেলা আমির মো: মাকসুদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি অধ্যাপক মো: আব্দুর রহিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মো: বাবরসহ অন্য নেতৃবৃন্দ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা