দৌলতখানে মনজুরুল আলম, বোরহানউদ্দিনে জাফর উল্লাহ চেয়ারম্যান নির্বাচিত
- ভোলা প্রতিনিধি
- ২২ মে ২০২৪, ০৫:৪৮
ভোলার দৌলতখান উপজেলা নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুরুল আলম খান আবারো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কাপ-পিরিচ প্রতীকে তিনি পেয়েছেন ১৪ হাজার ১৭২ ভোট। বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: ইয়াছিন মোটরসাইকল প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৩২১ ভোট, মামুনুর রশীদ বাবুল চৌধুরী হেলিকপ্টার ১১ হাজার ৮৯৭ ভোট, আনোয়ার হোসেন জাহাঙ্গীর ১১ হাজার ৮৫৪, আনিছুর রহমান বাবুল ৯০৯ ভোট পেয়েছেন। নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে অংশ গ্রহণ করেছেন ৫জন প্রার্থী।
দৌলতখান উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ৪৫১ জন।
এদিকে, প্রথম বারের মতো উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে চমক দেখালেন স্থানীয় আওয়ামী লীগের নেতা জাফর উল্লাহ। বোরহানউদ্দিন উপজেলায় বেসরকারিভাবে আনারস প্রতীকে মো. জাফর উল্লাহ ২৯ হাজার ৭১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রতীকের মো. আবুল কালাম পেয়েছেন ১৯ হাজার ১৭ ভোট।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মো. আলী হিরা তালা প্রতীকে ২৭ হাজার ৭৭৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসিব চৌধুরী বাঁধন উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ২৩২ ভোট।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা