পাথরঘাটায় বজ্রপাতে জেলের মৃত্যু
- পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা
- ১৮ মে ২০২৪, ২০:২১
বরগুনার পাথরঘাটায় মাঠ থেকে গরু নিয়ে আসার সময় মো: আসাদুল (৩০) নামে এক জেলে নিহত হয়েছেন। এ সময় আসাদুলের ছেলে আব্দুল্লাহ (৮) আহত হয়েছে।
শনিবার (১৮ মে) বিকেল ৪টার দিকে উপজেলার কাঠাতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত আসাদুল একই ওয়ার্ডের আলমগীর হোসেনের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, আসাদুল দুপুরের ভাত খেয়ে বিশ্রাম করছিল। হঠা আকাশে মেঘ জমলে বাড়ির কাছের মাঠে গরু আনতে যায় আসাদুল ও তার ছেলে আব্দুল্লাহ। তখন হঠাৎ তাদের ওপর বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই আসাদুলের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো: শামীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসাদুল অত্যন্ত গরিব মানুষ। নদীতে মাছ শিকারের পাশাপাশি গরু পালন করত। মাঠ থেকে সেই গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে মৃত্যু হয় তার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা