বাসচাপায় শ্রমিক হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
- বরিশাল ব্যুরো
- ১৪ মে ২০২৪, ২১:০৮
বরিশাল নগরীতে বাসচাপায় শ্রমিক জসিম হাওলাদার (২২) নিহতের ঘটনায় জড়িতদের বিচারসহ বিভিন্ন দাবিতে দুর্ঘটনাস্থলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) দুপুরে কাশিপুর বাজারে এ কর্মসূচি হয়। এর আয়োজন করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা কমিটি ও ব্যাটারিচালিত রিকশাভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদ।
এ সময় শ্রমিকরা গড়িয়ারপাড় থেকে দপদপিয়া পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণ এবং বরিশালের আঞ্চলিক মহাসড়ক ছয় লাইনে প্রশস্তকরণসহ পাঁচ দফা দাবি উত্থাপন করে।
বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বরিশাল রিকশা-ভ্যানচালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিক, বাসদ জেলা সদস্য শহিদুল ইসলাম ও শহিদুল শেখ, নিহত শ্রমিককের আত্মীয় মোহাম্মদ সেলিম প্রমুখ।
তারা বলেন, পদ্মাসেতু চালু হওয়ায় পর নতুন রুটের শতাধিক গাড়ি বরিশালের অপ্রশস্ত আঞ্চলিক মহাসড়কের জন্য এক মৃত্যুফাঁদ তৈরি করেছে। এতে রাজমিস্ত্রি জসিম রাস্তা পার হতে গিয়ে যমুনা বাসের নিচে চাপা পড়ে মারা যান। এই মৃত্যু দুর্ঘটনা নয়, এটি একটি হত্যাকাণ্ড।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা