বরিশাল বিভাগের শ্রেষ্ঠ মাদরাসা শিক্ষক নাসির উদ্দিন
- কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
- ১৪ মে ২০২৪, ২০:৫৫
বরিশাল বিভাগের শ্রেষ্ঠ মাদরাসা শিক্ষক নির্বাচিত হয়েছেন খান মো: নাসির উদ্দিন। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ আয়োজিত মাদরাসা পর্যায়ের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ক্যাটাগরিতে তিনি এ শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
নাসির উদ্দিন পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার উত্তর পশ্চিম কলারণ আজাহার আলী দাখিল মাদরাসার আইসিটি বিষয়ের শিক্ষক এবং দৈনিক নয়া দিগন্তের পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা প্রতিনিধি।
শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এর মাদরাসা পর্যায়ের শ্রেণি শিক্ষক ক্যাটাগরিতে অংশ নিয়ে তিনি প্রথমে নিজ উপজেলা ও জেলায় নির্বাচিত হয়ে ১২ মে বরিশাল বিভাগীয় কমিশনার মহোদয়ের কার্যালয়ে সাক্ষাৎকারে উপস্থিত হয়ে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ মাদরাসা শিক্ষকের মর্যাদা লাভ করেন। আগামী ২১ মে ঢাকায় জাতীয় পর্যায়ে এ প্রতিযোগিতা হবার কথা রয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে নাসির উদ্দিন পিরোজপুর জেলার শ্রেষ্ঠ মাদরাসা শিক্ষক এবং একই সাথে তার মেয়ে নাজিয়া নওরীন জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছিলেন।
শিক্ষা মন্ত্রণালয় দেশের প্রতিটি মাধ্যমিক স্কুল, কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদরাসার শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে সাংস্কৃতিক ও শিক্ষার চেতনা বৃদ্ধির লক্ষ্যে এই ৪টি পর্যায়ে বিভিন্ন ক্যাটগরির মানদণ্ডে আলাদা আলাদা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শিক্ষার্থী এবং শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচনের জন্য প্রতিবছর জাতীয় শিক্ষা সপ্তাহ পালন করে আসছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা