১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঝালকাঠিতে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

গ্রেফতার গৌতম মজুমদার - ছবি : নয়া দিগন্ত

ঝালকাঠিতে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে সহকারী শিক্ষক গৌতম মজুমদারকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৯ মে) সকালে তাকে ঝালকাঠি থানায় সোপর্দ করা হয়। এর আগে বুধবার রাতে বরিশাল র‌্যাব-৮-এর একটি দল পিরোজপুরের লখকাঠি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার গৌতম মজুমদার ঝালকাঠি সদর উপজেলার গুয়াটন গ্রামের পরলোকগত গৌরাঙ্গ মজুমদারের ছেলে।

র‌্যাব-৮-এর সহকারী পুলিশ সুপার ফয়জুল ইসলাম জানান, নিজ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে প্রইভেট পড়ানোর ফাঁকে আপত্তিকর ছবি তুলে একাধিকবার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন সহকারী শিক্ষক গৌতম মজুমদার। গত ৩ মে সকাল ৭টার সময় ওই শিক্ষার্থী পড়তে গেলে ঘরের ভেতর আটকে রেখে তাকে ধর্ষণ করে শিক্ষক। ধর্ষণের ঘটনা ছবি তুলে ও ভিডিও ধারণ করে রেখে দেন শিক্ষক। ওই ছাত্রী বাড়ি ফিরতে বিলম্ব হওয়ায় তার পরিবারের লোকজন এসে শিক্ষকের ঘর থেকে তাকে উদ্ধার করে। এ ঘটনায় ৩ মে ঝালকাঠি থানায় ধর্ষণের শিকার ওই ছাত্রীর বাবা একটি মামলা করেন। মামলায় একমাত্র আসামি করা হয় সহকারী শিক্ষক গৌতম মজুমদারকে। এদিকে গৌতম গা ঢাকা দিয়ে বিভিন্ন মানুষের কাছে প্রচার করে ওই ছাত্রীকে সে সিঁদুর পড়িয়ে বিয়ে করেছে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশের পাশাপাশি বরিশাল র‌্যাব-৮ একটি দল ঘটনার ছায়া তদন্ত শুরু করে। র‌্যাব গোয়েন্দা নজরদারির মাধ্যমে ওই শিক্ষকের অবস্থান নিশ্চিত করে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব।


আরো সংবাদ



premium cement
সিরিয়ায় বাশার আল আসাদের বাবার কবরে অগ্নিসংযোগ মামলা শেষ হলে দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল কালিয়াকৈরে ছুরিকাঘাতে যুবককে হত্যা ৫ আগস্টের পর চাঁদাবাজি-ছিনতাইয়ে র‍্যাবের ১৬ সদস্য আটক : ডিজি মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী শহর থেকে শত শত সৈন্যসহ জেনারেল আটক শনিবার থেকে শৈত্যপ্রবাহের আশঙ্কা ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে’ পাওনা টাকা চাওয়ায় চা দোকানির হাত ঝলসে দেয়ার অভিযোগ হাসিনার বিবৃতিকে ভারত সমর্থন করে না : বিক্রম মিশ্রি ডুয়েটে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণে সেমিনার ও প্রদর্শনী মেলা শুক্রবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

সকল