০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

কুয়াকাটায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

নিহত আলি পন্ডিত - ছবি : নয়া দিগন্ত

কুয়াকাটার অদূরে মহিপুর থানার সদর ইউনিয়নে স্ত্রীর সাথে ঝগড়া করে আলী পন্ডিত (৩০) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (৯ মে) দুপুরে কলাপাড়া উপজেলার মহিপুরে আলী পন্ডিতের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আলি পন্ডিত মহিপুরের হারুন পন্ডিতের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আলী পন্ডিত পেশায় একজন জেলে। প্রায়ই স্ত্রীর সাথে তার ঝগড়া হতো বাড়িতে। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ দু’জনের মধ্যে ঝগড়া হয়। এর পরে স্ত্রী বাড়ি থেকে বেড়িয়ে গেলে সে নিজ ঘরে একা আড়ার সাথে গলায় ফাঁস দেয়। কিচ্ছুক্ষণ পরে নিহতের বড় বোন তাকে খোঁজাখুঁজির পরে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দেন। বোনের চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। কুয়াকাটা ২০ শষ্যা বিশিষ্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার জানান, নিহতের সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালীর মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement