কাঁঠালিয়ায় ইউনিয়ন বিএনপির সভাপতিকে অব্যাহতি
- কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা
- ০৬ মে ২০২৪, ১৬:০০
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীর পক্ষে প্রচার/প্রচারণা ও কর্মী সমর্থকের সমাবেশে বক্তব্য প্রদান করায় ঝালকাঠির কাঁঠালিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: নুরুজ্জামান বাদলকে অব্যাহতি দিয়েছে উপজেলা বিএনপি।
রোববার উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: জালালুর রহমান আকন ও সাধারণ সম্পাদক মো: আখতার হোসেন নিজাম মীরবহরের স্বাক্ষরিত এক পত্রে তাকে এ অব্যাহতি প্রদান করা হয়।
অব্যাহতি দেয়ার পর সোমবার অপর এক চিঠিতে ৪ নম্বর কাঁঠালিয়া সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: নুরুল আমিনকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়।
সূত্রে জানা যায়, আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন বিএনপি বর্জন করেছে। কিন্তু দলীয় সিদ্বান্ত উপেক্ষা করে নির্বাচনে প্রার্থীর পক্ষে প্রচারণা ও কর্মী সমর্থকের সমাবেশে বক্তব্য প্রদান করায় ৪ নম্বর কাঁঠালিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: নুরুজ্জামান বাদলকে তার পদসহ দলীয় সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়। গত রোববার উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: জালালুর রহমান আকন ও সাধারণ সম্পাদক মো: আখতার হোসেন নিজাম মীরবহরের স্বাক্ষরিত এক পত্রে তাকে এ অব্যাহতি প্রদান করা হয়। পরে সোমবার (৬ মে) অপর এক পত্রে ৪ নম্বর কাঁঠালিয়া সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: নুরুল আমিনকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: জালালুর রহমান আকন বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বিএনপি বর্জন করেছে। কিন্তু দলীয় সিদ্বান্ত উপেক্ষা করায় সদর ইউনিয়নের সভাপতি মো: নুরুজ্জামান বাদলকে অব্যাহতি প্রদান করা হয়েছে। সেইসাথে ৪ নম্বর কাঁঠালিয়া সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: নুরুল আমিনকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা