১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

স্বামী কারাগারে, ঘরে আত্মহত্যা স্ত্রীর

স্বামী কারাগারে, ঘরে আত্মহত্যা স্ত্রীর - প্রতীকী ছবি

পটুয়াখালীর গলাচিপায় নাসিমা (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে গলাচিপা থানা পুলিশ। আত্মহত্যা আগ থেকেই নাসিমার স্বামী কাওসার মৃধা পটুয়াখালী জেল হাজতে রয়েছেন।

রোববার সকাল সাড়ে ১০টায় গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রামানন্দ গ্রামের এ ঘটনা ঘটে।

নাসিমা ওই গ্রামের নাসির বয়াতির মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আমখোলা গ্রামের ফারুক মৃধার ছেলে কাওসার মৃধা (২৮) ও একই ইউনিয়নের রামানন্দ গ্রামের নাসির বয়াতির মেয়ে নাসিমার সাথে ৩/৪ বছর আগে বিবাহ হয়। ভালো ভাবেই সংসার করছিল। দুই বছর আগে তাদের সংসার জুড়ে ফুটফুটে একটি সুন্দর কন্যা সন্তান হয়। তাদের মধ্যে পাবিবারিক কলহের জের ধরে স্ত্রী নাসিমা বেগম স্বামী, শ্বশুর ও শাশুরিসহ কয়েক জনের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা করেন। এতে আদালত স্বামী কাওসার মৃধাকে জেল হাজতে পাঠান, আর তার একমাত্র মেয়ে করিমাকে তার শ্বাশুরি বিউটি তাদের বাড়িতে নিয়ে যান। এ কারণে হয়তো নাসিমা বেগম রাগে ও ক্ষোভে বাবার বাড়িতে আজ ভোরে শূন্য ঘর পেয়ে ঘরের আড়ার সাথে লায়লন রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার করেন বলে স্বামীর পরিবারের অভিযোগ।

এ ব্যাপারে গলাচিপা থানার এস আই মনির হোসেন জানান, রোববার সকাল সাড়ে ১০টায় নাসিমা নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

 


আরো সংবাদ



premium cement