০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

তাবলীগ জামাতের মুসল্লিদের ১৩ কেজি গরুর গোশত চুরি

তাবলীগ জামাতের মুসল্লিদের ১৩ কেজি গরুর গোশত চুরি - ছবি : নয়া দিগন্ত

বরিশালে তাবলীগ জামাতে আসা মুসল্লিদের জন্য রান্নার উদ্দেশে রাখা ১৩ কেজি গরুর গোশত চুরির অভিযোগ উঠেছে।

বুধবার (১ মে) দুপুরে নগরীর ব্রাউন কম্পাউণ্ড এলাকার দারুল মোকাররম জামে মসজিদের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

এমন ঘটনার পর স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ছয় মাসে এ মসজিদে অর্ধডজন চুরির ঘটনা ঘটেছে বলে দাবি মুসুল্লিদের।

এর আগে বুধবার সকালে ঢাকার কাকরাইল মসজিদ থেকে ১৯ জন মুসল্লি নিয়ে ৪০ দিনের চিল্লায় এ মসজিদে আসে। এ খবরে বরিশালের স্থানীয় তাবলীগ জামাতের সাথীরা ছুটে এসে অতিথিদের আপ্যায়ণের জন্য গোশত কিনে রাখে। দুপুরে মসজিদের দ্বিতীয় তলায় গোশত রেখে তাবলিগের সাথীরা জোহরের নামাজ পড়তে গেলে সেই গোশত চুরি হয়ে যায় বলে অভিযোগ।

তাবলীগ জামায়াতের সাথী ও স্থানীয়রা জানান, মসজিদ থেকে বিভিন্ন সময় অনেক কিছু চুরি হলেও ১৩ কেজি গরুর গোশত চুরির ঘটনা এই প্রথম। গোশত চুরির পর পরই ছয় হাজার টাকাসহ একটি মানিব্যাগ ও একটি সাইকেল চুরির ঘটনা ঘটেছে। একইদিন মসজিদ কম্পাউণ্ডে তিনটি চুরির ঘটনায় হতবাক সবাই।

মসজিদ কমিটির সভাপতি সৈয়দ মাহবুবুর রহমান বলেন, চুরির রহস্য উদঘাটন ও অপরাধী ধরতে আইনের আশ্রয় নেয়া হবে।

বরিশাল কোতয়ালী মডেল থানার সহকারী পুলিশ কমিশনার নাফিসুর রহমান বলেন, বিষয়টি আমি মৌখিকভাবে শুনেছি। এখনো কোনো অভিযোগ পাইনি, পেলে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে। নগরীতে হঠাৎ করে চুরি বৃদ্ধি পেয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চুরির ঘটনা রোধ করতে কয়েকটি টিম মাঠে কাজ করছে। আশা করি অচিরেই চুরি বন্ধ হবে।


আরো সংবাদ



premium cement