মিল্টন সমাদ্দার গ্রেফতার, উজিরপুরে মিষ্টি বিতরণ
- উজিরপুর (বরিশাল) সংবাদদাতা
- ০২ মে ২০২৪, ১০:১৪
বরিশালের উজিরপুরে চাইল্ড অ্যান্ড ওল্ড অ্যাইজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করায় তার গ্রামের বাড়ি মিষ্টি বিতরণ করেছেন এলাকাবাসী।
বুধবার (১ মে) রাতে তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়া মাত্র মিষ্টি বিতরণ করেছেন তারা। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিবি পুলিশের একটি দল ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেফতার করে।
উপজেলার গুঠিয়া ইউনিয়ন পরিষদের সদস্য স্বপন হাওলাদার বলেন, ‘মানবতার ফেরিওয়ালার আড়ালে মিল্টন সমাদ্দার যেসব অপকর্ম করেছে তার সঠিক বিচার চাই। তিনি আমাদের এলাকার কলঙ্ক। আমরা এলাকাবাসী তার আটকের খবর শুনে খুশি হয়েছি। পাশাপাশি প্রশাসনের কাছে ন্যায়-বিচার দাবি করছি।’
বৈরকাঠি গ্রামের বাসিন্দা পলাশ বলেন, ‘তার (মিল্টন) অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ ছিলাম। বিশেষ করে তার অন্যায় কাজের কেউ প্রতিবাদ করলে তাকে বিভিন্নভাবে হয়রানি করতেন মিল্টন সমাদ্দার। তার আটক হওয়ার খবর শুনে আমরা এলাকাবাসী আনন্দিত হয়েছি। এমনকি ক্ষতিগ্রস্ত লোকজন ইতোমধ্যে এই সংবাদ পেয়ে এলাকায় মিষ্টি বিতরণ করে উল্লাস করছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা