১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মির্জাগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

মির্জাগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু - সংগৃহীত

পটুয়াখালীর মির্জাগঞ্জে গাছ থেকে পড়ে এক গাছ কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার পিপঁড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।

শ্রমিক মো: মামুন আকন (৩২) পিপড়াখালী গ্রামের মো: হাসেম আকনের ছোট ছেলে। মামুন আকনের এক ভাই কিছুদিন আগে সেচ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

জানা যায়, উপজেলা পিঁপড়াখালী গ্রামের নিজ বাড়ি-সংলগ্ন একটি গাছের ডাল কাটতে যান মামুন। ওই সময়ে অসাবধানতাবশত পা ফসকে গাছ থেকে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরো সংবাদ



premium cement