০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

বরিশালে তীব্র তাপদাহে ৩ স্কুলছাত্রী অসুস্থ

বরিশালে তীব্র তাপদাহে ৩ স্কুলছাত্রী অসুস্থ - প্রতীকী ছবি

বরিশালে তীব্র তাবদাহে জগদীশ সারস্বত গার্লস স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ক্লাস চলাকালীন এ ঘটনা ঘটে। ঘটনার সময় বিদ্যালয়ে বিদ্যুৎ ছিল না।

ষষ্ঠ শ্রেণীর অসুস্থ শিক্ষার্থী তাসনিন জানায়, প্রথম ক্লাস থেকে পেটে ব্যথা, মাথা ব্যথা ও বমি বমি ভাব হচ্ছিল। কিছুক্ষণ মধ্যে গরমের কারণে সে অসুস্থ হয়ে পড়ে।

সহকারী শিক্ষক কাওসার হোসেন জানান, এক একটি শ্রেণী কক্ষে ৪০ জন শিক্ষার্থী ক্লাস করছিল। বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমের ফলে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ শিক্ষার্থীদের অবিভাবকদের সংবাদ দেয়া হলে তারা এসে তিন মেয়েকে বাসায় নিয়ে যায়।

বরিশাল আবহাওয়া অফিসের উচ্চমান পর্যবেক্ষক বশির আহাম্মেদ জানান, সোমবার বেলা ৩টা পর্যন্ত ৩৮ দশমিক ০৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।


আরো সংবাদ



premium cement