প্রচণ্ড গরমে বেতাগীতে ৪ শিক্ষার্থী শ্রেণিকক্ষে অসুস্থ
- বেতাগী (বরগুনা) সংবাদদাতা
- ২৯ এপ্রিল ২০২৪, ১৪:৫৪
বরগুনার বেতাগীতে প্রচণ্ড গরমে সোমবার শ্রেণিকক্ষে ৪ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এরমধ্যে পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ২ জন এবং কাইয়ালঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শেণির ২ শিক্ষার্থী রয়েছে।
সংশ্লিষ্ট বিদ্যালয়ে সূত্রে জানা গেছে, সোমবার দুপুর সাড়ে ১২টায় তৃতীয় ঘণ্টা চলাকালীন পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির মেধাবী শিক্ষার্থী রহমাতুল্লাহ ও রোজি আত্তার, কাইয়ালঘাটা মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থী ফারজানা আক্তার ও সওদা আক্তার শ্রেণিকক্ষে জ্ঞান হারায়। গুরুতর অসুস্থ রহমাতুল্লাহকে বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বজলুর রহমান বলেন, অসুস্থ শিক্ষার্থী রহমাতুল্লাহকে শিক্ষকরা প্রাথমিক সেবা প্রদান করে অভিভাবকের সহযোগিতায় বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক মাহমুদুল হাসান বলেন, শিক্ষার্থী দুর্বলতার কারণে অসুস্থ হয়ে পড়েছে। প্রয়োজনীয় চিকিৎসকসেবা চলছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা