১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কাঁঠালিয়ায় অটোচালকের লাশ উদ্ধার

কাঁঠালিয়ায় অটোচালকের লাশ উদ্ধার - নয়া দিগন্ত

ঝালকাঠির কাঁঠালিয়ায় কাওসার হাওলাদার নামের এক আটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা এলাকার চড়াইল বলতলা সড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠির সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত অটোচালক কাওসার হাওলাদার (২২) পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের রাজপাশা গ্রামের রিকশাচালক মো: কালাম হাওলাদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মো: নাসির উদ্দিন সরকার।

ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো: ইদ্রিস মোল্লা জানান, রোববার (২৮ এপ্রিল) রাত ১০টার দিকে ভান্ডারিয়া যাবার কথা বলে একজন তাকে ডেকে নেয়। রাতে বাড়ি ফিরে না আসায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। সোমবার (২৯ এপ্রিল) সকালে ওই এলাকার কাওসারের বাড়ির পাশের অটোচালক মাসুম হাওলাদার জানান, কাওসারের লাশ কাঁঠালিয়ার বলতলায় পাওয়া গেছে।

কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো: দুলাল শরীফ জানান, রাস্তার পাশে একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাকে জানায়। ধারণা করা হচ্ছে অটো ছিনতাইয়ের উদ্দেশে তাকে হত্যা করা হয়েছে।

কাঁঠালিয়া থানার ওসি মো: নাসির উদ্দিন সরকার জানান, উপজেলার বলতলা এলাকা থেকে এক অটোচালকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।


আরো সংবাদ



premium cement
হামাসের সাথে চুক্তি চায় ৭২ শতাংশ ইসরাইলি গাজার উত্তরের সর্বশেষ অর্থোপেডিক সার্জন নিহত মালয়েশিয়ায় বাধ্য শ্রমের অভিযোগ : মামলার অনুমতি পেল বাংলাদেশী শ্রমিকরা বিজয় দিবসে নিরাপত্তা ঝুঁকি নেই : ঢাকা রেঞ্জ ডিআইজি ইসলামি শ্রমনীতি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে : মুহাম্মদ শাহাজাহান অভিবাসী ফেরত না নিলে সম্পর্ক ছিন্ন করার হুমকি ট্রাম্পের খুলনা রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠল ‘শেখ হাসিনা আবার আসবে’ ঘূর্ণিঝড় চিডোর কারণে ফ্রান্সের মায়োটে সর্বোচ্চ সতর্কতা জারি ঢাকায় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা মুক্তিযোদ্ধা দলের মহাসমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা বিপাকে

সকল