১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বরিশালে যাত্রীবেশে উঠে চালকের গলায় ছুরি, প্রতারক দম্পতি গ্রেফতার

বরিশালে যাত্রীবেশে উঠে চালকের গলায় ছুরি, প্রতারক দম্পতি গ্রেফতার - ছবি : নয়া দিগন্ত

বরিশাল নগরীতে স্ত্রী ও দেড় বছরের সন্তানসহ অটোরিকশায় উঠে চালকের গলায় ছুরি বসিয়ে ব্যাটারি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

রোববার (২৮ এপ্রিল) সকালে নগরীর পলাশপুরের রসুলপুরে অভিযান চালিয়ে অভিযুক্ত ছিনতাইকারী দম্পত্তিকে আটক করে পুলিশ।
এর আগে নগরীর শের ই বাংলা হাসপাতাল সড়কের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) সংলগ্ন সড়কে শনিবার রাতে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন মাসুম হাওলাদার (৩০) ও তার স্ত্রী সাথি (২৩)। মাসুম বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের মোল্লার হাওলা গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে। সাথি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ছৈলাবুনিয়া গ্রামের মরহুম ইউসুফ সিকদারের মেয়ে।

এ তথ্য নিশ্চিত করেছেন নগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির হোসেন।

জানা যায়, প্রতারক দম্পত্তি তাদের শিশু সন্তান কোলে নিয়ে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের সামনে থেকে অটোরিকশা ভাড়া করেন। তারা মেডিক্যালের পেছনের ব্যাপ্টিস্ট মিশন রোডে যাওয়ার কথা বলে চলতি পথে এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ। আহত অটোরিকশার চালক নগরীর পশ্চিম কাউনিয়ার বাসিন্দা হুমায়ুন (৪০)।

আহত অটোরিকশাচালক হুমায়ুনের বন্ধু আবু কালাম বলেন, যাত্রীবেশে উঠে এ ঘটনা ঘটানো হয়েছে। হুমায়ুন এখন শেবাচিম হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনার পর দরিদ্র হুমায়ুন আরো অর্থ সঙ্কটে পড়েছে বলে জানান তিনি।

নগর গোয়েন্দা পুলিশের ওসি ছগির হোসেন বলেন, তারা সংঘবদ্ধ চক্রের সদস্য। এর আগেও এমন অপরাধ তারা করেছে। ছোট সন্তানকে নিয়ে গাড়ি ভাড়া করত। ফলে কোনো চালকই তাদের সন্দেহের চোখে দেখত না। এ ঘটনায় ছিনতাই হওয়া ব্যাটারি উদ্ধার করা হয়েছে। স্বামী ও স্ত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।


আরো সংবাদ



premium cement