১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সরু খালে ভেসে আসা বস্তু ঘিরে এলাকাজুড়ে আতঙ্ক!

সরু খালে ভেসে আসা বস্তু ঘিরে এলাকাজুড়ে আতঙ্ক! - ছবি : নয়া দিগন্ত

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ভেসে আসা একটি বিশাল আকৃতির বস্তু ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকাজুড়ে।

রোববার সকালে উপজেলার মৌডুবি ইউনিয়নের নিচকাটা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ধারণা করে কেউ বলছেন ‘মিসাইল' আবার কেউ বলছেন‘টর্পেডো'। এদিকে খবরটি ছড়িয়ে পড়ার পরে বস্তুটি দেখতে ভিড় করেছে উৎসুক জনতা। ইতোমধ্যে এটি পুলিশি পাহারায় রয়েছে বলে জানান রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মো: হেলাল উদ্দিন।

স্থানীয়রা বলছেন, সকালে নিচকাটা গ্রামের একটি সরু খালে লাল সাদা রঙের ডোরাকাটা বিশাল একটি বস্তু ভেসে আসে। প্রথমে মাদার ভেসেলের অংশ ধারণা করলেও অনেকেই বলছেন এটি টর্পেডো কিংবা মিসাইল।

উৎসুক জনতাদের ভাষ্য, টর্পেডো এক ধরনের স্ব-চালিত অস্ত্র। যাহা জলের নিচে বিস্ফোরক ওয়ারহেড বহন করে এবং লক্ষবস্তুর সংস্পর্শে বা কাছাকাছি আসার পর বিস্ফোরিত হতে পারে। এটি পানির নিচে চালিত হয় এবং পানির নিচ কিংবা ওপর, উভয় স্থান হতে নিক্ষেপ করা যায়।

ভেসে আসা বস্তুটি টর্পেডো নিশ্চিত করে অফিসার ইনচার্জ মো: হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনা স্থানে পুলিশ পাঠিয়েছি। এখন পর্যন্ত পুলিশী পাহারায় রয়েছে। কোনো ধরনের শঙ্কা নেই। টর্পেডোটি মিসফায়ার হয়েছে। ভেসে নদীর তীরে এসেছে। কলাপাড়া থেকে কোস্টগার্ডের একটি দল এসেছে। তারা পর্যবেক্ষণ করছেন।

 


আরো সংবাদ



premium cement
বেনাপোল বন্দরে এলো আমদানি করা ৪৬৮ টন আলু রাজশাহীতে পাহারাদারের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন শ্রমিকদের মাঝে বেতন বৈষম্য দূর করতে হবে : গোলাম পরওয়ার হেলাল হাফিজ : একটি কবিতা লিখে যিনি ছাত্রাবস্থায় তারকাখ্যাতি পেয়েছিলেন পার্লামেন্টে প্রথম বক্তৃতায় যা নিয়ে কথা বললেন প্রিয়াঙ্কা গান্ধী যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী রিশাদ মুক্তিযোদ্ধাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করলেন আমিরে জামায়াত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সর্বোচ্চ রান মাহমুদুল্লাহর আমরা জানি কোথায় আমাদের উন্নতি প্রয়োজন : মিরাজ কর্ণফুলীতে গ্যারেজে অগ্নিকাণ্ড, ৩৪ গাড়ি পুড়ে ছাই ‘গণঅভ্যুত্থানের চেতনা নিয়ে নতুন বাংলা‌দেশ গ‌ড়তে হ‌বে’

সকল