১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নলছিটিতে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যুর অভিযোগ

নলছিটিতে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যুর অভিযোগ - নয়া দিগন্ত

ঝালকাঠির নলছিটিতে স্বামীর নির্যাতনে লামিয়া খাতুন (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতরাতে (সোমবার গভীর রাতে) উপজেলার সুবিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ আজ মঙ্গলবার বেলা ১১টায় ওই গৃহবধূর লাশ উদ্ধার করে।

এ ঘটনায় গৃহবধূর স্বামী হৃদয় হাওলাদারকে (২৫) জিজ্ঞাবাদের জন্য আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার সুবিদপুর গ্রামের হৃদয় হাওলাদার সোমবার দুপুরে তার স্ত্রী লামিয়াকে মারধর করেন। এতে লামিয়া অসুস্থ হয়ে পড়লেও তাকে হাসপাতালে নেয়া হয়নি। ওই দিন রাত ২টার দিকে অসুস্থ অবস্থায় লামিয়া তার স্বামীর বাড়িতেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

লামিয়ার বাবা অলি হাওলাদারের বরাত দিয়ে পুলিশ জানায়, শ্বশুরের কাছ থেকে টাকা আনার জন্য প্রায়ই স্ত্রী লামিয়াকে মারধর করতেন তার স্বামী হৃদয়। কিন্তু লামিয়ার বাবা গরীব হওয়ায় চাহিদা মতো টাকা দেয়া সম্ভব ছিল না। এতে ক্ষিপ্ত হয়ে সোমবার দুপুরে স্ত্রী লামিয়াকে মারধর করেন তার স্বামী। ওই দিন রাত ২টার দিকে লামিয়া মারা যান। লামিয়ার স্বামী বরিশালের একটি হোটেলে বয়ের কাজ করতেন। তাদের এক বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

অভিযোগ অস্বীকার করে পুলিশের কাছে লামিয়ার স্বামী জানিয়েছেন, স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। তাকে কোনো মারধর করা হয়নি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মুরাদ আলী বলেন, লামিয়া খাতুনের মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের তথ্য পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement