ভান্ডারিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে দর্শনার্থীদের ঢল
- মামুন হোসেন, পিরোজপুর
- ১৯ এপ্রিল ২০২৪, ২৩:৩৬
এলাকার উঠতি বয়সী যুব সমাজকে মাদকসহ বিভিন্ন অপরাধ থেকে বিরত রাখা ও গ্রামীণ বাংলার ঐতিহ্য ধরে রাখতে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে বৈশাখ উপলক্ষে উপজেলার গৌরীপুর ইউনিয়নের সওদাগর বাড়ী মাঠে (আমন ধানের ফাঁকা খেতে) স্থানীয় যুব সমাজ এ ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করে। এ প্রতিযোগীতায় ভান্ডারিয়া ও কাঁঠালিয়া উপজেলাসহ বিভিন্ন এলাকার ১০টি ঘোড়া অংশ নেয়।
ঐতিহ্যবাহী এ ঘোড়া দৌড় দেখতে মেলায় নানা শ্রেণিপেশা ও বয়সের হাজার হাজার নারী-পুরুষ মাঠের দুই পাশে দাঁড়িয়ে খেলা উপভোগ করেন। পরে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ঘোড়ার মালিকদেরকে পুরস্কৃত বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট সমাজ সেবক মো: ফজলুল করিম মিঠু মিয়া।
অনুষ্ঠানে সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেন সরদারের সভাপতিত্বে ও গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: ফাইজুল বাসার বাবুল মাস্টারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন- সমাজ সেবক দেলোয়ার হোসেন রত্তন, গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মনজুরুল হক মহারাজ, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম লোকমান, সমাজ সেবক খালেকুজ্জামান নিপু, শিক্ষক সামসুল আলম রিপন ইউনিয়ন, ছাত্রলীগ আহবায়ক মাহবুব ইসলাম জুয়েল প্রমুখ।
ঘোড়া দৌড় দেখতে আসা দর্শকরা জানান, শুক্রবার বিকেলে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখে খুবই মুগ্ধ হয়েছি। এ প্রতিযোগিতা দেখে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে মনে পড়ে গেছে। এমন আয়োজন প্রতি বছর দেখতে চাই।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা