বানারীপাড়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
- বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা
- ১৩ এপ্রিল ২০২৪, ০০:০২
বরিশালের বানারীপাড়া-স্বরূপকাঠি সড়কে ঢাকা থেকে আসা স্বরুপকাঠীগামী সাকুরা পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১১-৮৫৬৫) চাপায় নাসির উদ্দিন (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
জানা গেছে, ১২ এপ্রিল শুক্রবার দুপুর ২টা ৫০ মিনিটের দিকে ঢাকা থেকে স্বরূপকাঠিগামী সাকুরা পরিবহনের একটা গাড়ি বানারীপাড়ার মাছরং এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই নাসির উদ্দিন নামে ওই আরোহী নিহত হন। এ সময় এলাকাবাসী ওই বাসটি জব্দ করলেও বাসের চালক, সুপারভাইজার ও হেলপার পালিয়ে যায়।
নিহত নাসির উদ্দিন বানারীপাড়ার সলিয়াবাকপুর ইউনিয়নের নরোত্তমপুরের মলঙ্গা ব্রিজ এলাকার বাসিন্দা আব্দুল গাফফারের ছেলে।
এ ব্যাপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাইনুল ইসলাম জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে বানারীপাড়া থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা