মির্জাগঞ্জে নসিমনের চাপায় পথচারী নিহত
- মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা
- ০৭ এপ্রিল ২০২৪, ১৫:৩৩
পটুয়াখালীর মির্জাগঞ্জে নসিমনের চাপায় এক পথচারীর নিহত হয়েছে।
রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সুবিদখালী সরকারি ডিগ্রি কলেজের সামনে পটুয়াখালী-মির্জাগঞ্জ-বেতাগী সড়কে ঢালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো: মালেক (৪৫) পেশায় একজন মাহিন্দ্রচালক। তিনি বরগুনার জেলার তালতলী উপজেলার কলা রং গ্রামের মরহুম মাজেদ সিকদারের ছেলে।
জানা যায়, উপজেলার সুবিদখালী সরকারি ডিগ্রি কলেজের পুকুরের পশ্চিম পাশের ভাড়া বাসায় সড়কের পাশ দিয়ে যাচ্ছিলেন মালেক। ওই সময় সড়কের পূর্বদিক থেকে আসা একটি নসিমন তাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে কলেজের পুকুরে পরে যান এবং নসিমনটিও নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পরে মালেককে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
মির্জাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা