১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বরিশালে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা, শিক্ষক গ্রেফতার

- ছবি : নয়া দিগন্ত

বরিশাল জেলার উজিরপুর উপজেলায় কলেজছাত্রীকে (১৭) ধর্ষণ চেষ্টার অভিযোগে গৃহশিক্ষক কুমার জয়ন্ত নন্দীকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার দিনগত রাতে উজিরপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহম্মেদ।

এর আগে মঙ্গলবার রাতে কলেজছাত্রীর বাসা খালি থাকার সুযোগে ধর্ষণ চেষ্টা করার অভিযোগ উঠে। এ ঘটনায় বুধবার ভুক্তভোগী কলেজছাত্রী উজিরপুর মডেল থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন। মামলার পর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

ওসি জাফর আহম্মেদ বলেন, কলেজ ছাত্রীর ছোট ভাইয়ের গৃহশিক্ষক কুমার জয়ন্ত নন্দী। ঘটনার সময় ছোট ভাই প্রাকৃতিককাজে বাইরে যান। সেই সুযোগে ধর্ষণ চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এই শিক্ষক একসময়ে ভুক্তভোগী কলেজছাত্রীরও গৃহশিক্ষক ছিলেন।

মামলায় উল্লেখ করা হয়, মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বাড়িতে কলেজছাত্রী একা ছিলেন। সেই সুযোগে ওই শিক্ষক কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগী চিৎকারে করলে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত শিক্ষক পালিয়ে যান।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহম্মেদ বলেন, কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টায় অভিযোগে থানায় মামলা করা হয়েছে। মামলার পরপরই আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিচয় মিলেছে শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, প্রত্যাশা আসিফ মাহমুদের জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটি ব্র্যান্ড বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করব : ভিসি ৪৭তম বিসিএসের আবেদনের নতুন সময় জানালো পিএসসি জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা সহায়তার আশ্বাস সমাজকল্যাণ উপদেষ্টার মানবসেবার জন্যই হাসপাতাল করেছি : জামায়াত আমির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত চট্টগ্রামে সাবেক এমপি মোতালেবসহ ২৪৮ জনের নামে মামলা চিন্ময়ের জামিন শুনানি জানুয়ারিতেই ২০২৫ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ১০ এপ্রিল

সকল