২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দশমিনায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

- ছবি : নয়া দিগন্ত

পটুয়াখালীর দশমিনায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক ফকির (৫০) চরহোসনাবাদ গ্রামের মরহুম আনজুর ফকিরের ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাঁশবাড়িয়ার ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামে ওমর ফারুক মানুষের সাথে প্রায়ই ঝগড়া বিবাদে জড়িয়ে পড়েন। সকালে বড় ভাই মো: মান্নান ফকির ছোট ভাই ওমর ফারুককে গালমন্দ ও বকাঝকা করেন। এতে ছোট ভাই ওমর ফারুক বড় ভাই মান্নান ফকিরের ওপর ক্ষিপ্ত হয়ে তার বসত ঘরে ঢুকে ফল কাটার ধারালো ছুড়ি দিয়ে কুপিয়ে হত্যা করেন। রক্তাক্ত অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে মান্নান ফকিরকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মান্নান ফকিরের স্ত্রী মিনারা খাতুন বলেন, এর আগেও ওমর ফারুক তার স্বামী মান্নান ফকিরের ওপর হামলা চালিয়েছে। তিনি দাবি করেন তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

নিহতের মা সাহেরা বিবি দাবি করেন তার ছোট ছেলে ওমর ফারুক অনেকদিন আগে গাছ থেকে পড়ে গিয়ে কিছুটা বিকারগ্রস্থ হয়ে যায়।

দশমিনা থানার ওসি (তদন্ত) অনুপ দাস বলেন, বড় ভাইকে হত্যার ঘটনায় ছোট ভাই ওমর ফারুক ফকিরকে আটক করে। পরে আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু এবং নিহতের লাশ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠায়।


আরো সংবাদ



premium cement
নির্বাচনে আওয়ামী অধিকার সশস্ত্র বাহিনী বিশ্বাস ও আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে : অধ্যাপক ইউনূস কুবিতে বঙ্গবন্ধু ও শেখ হাসিনা হলের নাম পরিবর্তন ব্যাংক খাত সংস্কারে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা সোমবার ঢাকায় আসছেন আইসিসির প্রধান কৌঁসুলি পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল ট্রেন চলাচল শুরু ২ ডিসেম্বর ব্রাজিল সফরকালে ইউক্রেনে শান্তি ও গাজায় যুদ্ধবিরতির আহ্বান শি’র রাষ্ট্রপতির সাথে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ নরসিংদীতে গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা ঈশ্বরগঞ্জে টিসিবির পুরনো তালিকা, সাধারণ মানুষের ক্ষোভ যুক্তরাজ্যের প্রায় আড়াই শ’ ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশে গুরুত্বপূর্ণ বিনিয়োগ করছে : এইচএসবিসি

সকল