২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

দশমিনায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

- ছবি : নয়া দিগন্ত

পটুয়াখালীর দশমিনায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক ফকির (৫০) চরহোসনাবাদ গ্রামের মরহুম আনজুর ফকিরের ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাঁশবাড়িয়ার ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামে ওমর ফারুক মানুষের সাথে প্রায়ই ঝগড়া বিবাদে জড়িয়ে পড়েন। সকালে বড় ভাই মো: মান্নান ফকির ছোট ভাই ওমর ফারুককে গালমন্দ ও বকাঝকা করেন। এতে ছোট ভাই ওমর ফারুক বড় ভাই মান্নান ফকিরের ওপর ক্ষিপ্ত হয়ে তার বসত ঘরে ঢুকে ফল কাটার ধারালো ছুড়ি দিয়ে কুপিয়ে হত্যা করেন। রক্তাক্ত অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে মান্নান ফকিরকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মান্নান ফকিরের স্ত্রী মিনারা খাতুন বলেন, এর আগেও ওমর ফারুক তার স্বামী মান্নান ফকিরের ওপর হামলা চালিয়েছে। তিনি দাবি করেন তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

নিহতের মা সাহেরা বিবি দাবি করেন তার ছোট ছেলে ওমর ফারুক অনেকদিন আগে গাছ থেকে পড়ে গিয়ে কিছুটা বিকারগ্রস্থ হয়ে যায়।

দশমিনা থানার ওসি (তদন্ত) অনুপ দাস বলেন, বড় ভাইকে হত্যার ঘটনায় ছোট ভাই ওমর ফারুক ফকিরকে আটক করে। পরে আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু এবং নিহতের লাশ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠায়।


আরো সংবাদ



premium cement
ভাষার বৈচিত্র্য সংরক্ষণের আহ্বান রাষ্ট্রদূত মুশফিকের ৮৪ শতাংশ মানুষ স্বাধীন স্থানীয় সরকার কমিশন চান : জরিপ ‘শিক্ষা ছাড়া উন্নত জাতি গঠন করা সম্ভব নয়’ যশোর জেলা বিএনপির সভাপতি সাবু, সাধারণ সম্পাদক খোকন পুলিশের বিরুদ্ধে অভিযোগ তদন্ত মানবাধিকার কমিশনের ওপর ন্যস্ত করার সুপারিশ গণঅভ্যুত্থানকে হাইজ্যাক করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা চলছে : আমীর খসরু বাকৃবিতে ধারালো অস্ত্রসহ আটক ৫ চুয়াডাঙ্গা মোটরসাইকেল দুর্ঘটনায় ইমাম নিহত জমি পাহারার মতো ভোটকেন্দ্রও পাহারা দিতে হবে : সিইসি ঈশ্বরগঞ্জে নবগঠিত উপজেলা বিএনপির আহ্বায়ক মিটির বিরোধীতা করে মশাল মিছিল সরকারে থেকে কিংস পার্টি করলে দেশের মানুষ মেনে নেবে না : ফজলুর রহমান

সকল