গলাচিপায় সড়ক দুর্ঘটনায় মাদরাসাছাত্র নিহত, আহত-২
- গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
- ১১ জুলাই ২০২৩, ১৬:৫১
পটুয়াখালীর গলাচিপায় পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রায়হান ঢালী (১৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে মোটরসাইকেলের অপর দুই আরোহী।
মঙ্গলবার (১১ জুলাই) সকাল ৯টায় গলাচিপা-পটুয়াখালী সড়কের সুহুরি তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রায়হান উপজেলার গোলখালী নলুয়াবাগীর বাদুরা গ্রামের নিজাম ঢালীর ছেলে। সে ঢাকার একটি মাদরাসায় হাফেজি ছাত্র ছিল। ঘটনার পর পরই চালক আবদুর রহমানসহ (৩৫) পিকআপ ভ্যানটিকে আটক করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রায়হান তার বড় ভাইকে নিয়ে গলাচিপা থেকে ভাড়ায়চালিত মোটরসাইকেল-যোগে পটুয়াখালীর উদ্দেশে রওয়ানা দেয়। এ সময় তালতলা এলাকায় পৌঁছলে অপরদিক থেকে আসা দ্রুত গতির পিকআপ ভ্যানটির সাথে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রায়হানের মৃত্যু হয়। অপর গুরুতর আহত দুইজনকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, চালকসহ গাড়িটি আটক করা হয়। লাশ থানায় নিয়ে আসা হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা