ভোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
- ভোলা প্রতিনিধি
- ০৫ জুন ২০২৩, ১৪:৪০, আপডেট: ০৫ জুন ২০২৩, ১৪:৫৭
ভোলায় পুকুরের পানিতে ডুবে মায়মুনা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৫ জুন) দুপুরে উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাঙ্গাসিয়া গ্রামের মাতাব্বর বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত শিশু মায়মুনা একই গ্রামের জহির ইসলামের একমাত্র কন্যা সন্তান।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে শিশুটির মা ঘরের প্রয়োজনীয় কাজ করেছিল। একপর্যায়ে বাচ্চাটির মায়ের অগোচরে ঘর থেকে বেশ কিছু দূরে থাকা পুকুরে পাড়ে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পরে স্থানীয়রা তাকে পুকুরে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পশ্চিম ইলিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জহিরুল ইসলাম জহির বলেন, ‘পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর শুনেছি। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেছেন।’