২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দশমিনায় গৃহবধূর লাশ উদ্ধার, আটক ৩

- ছবি : ফাইল

পটুয়াখালীর দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নর শরিফকান্দ গ্রামের মুগডাল ক্ষেত থেকে লাইলী বেগম (৩৫) এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় উপজেলার রনগোপালদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শরিফকান্দা এলাকা থেকে এ লাশ উদ্ধার করে।

গৃহবধূ লাইলী বেগম ওই ইউনিয়নের পাতার চর গ্রামের শামছুল হক সরদারের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ক্ষেতে পাকা মুগডাল তুলতে গেলে এক নারীর লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে এবং গৃহবধূর স্বামী, স্বামীর চাচাত ভাই ও দ্বিতীয় স্ত্রীকে আটক করে।

ওই গৃহবধূর ভাই মোকতার সরদার অভিযোগ করে বলেন, ‘রাতে আমার দুলাভাই নদীতে মাছ শিকারে যান। রাত আনুমানিক ১টার পরে তিনি ও তার দ্বিতীয় স্ত্রী পরিকল্পনা করে আমার বোনকে মেরে মুগডাল ক্ষেতে ফেলে রেখেছেন। আমার বোনের তিন সন্তান মাফুজা, কলি ও জাহিদ এতিম। আমি বোন হত্যার বিচার চাই।’

এ বিষয়ে দশমিনা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মেহেদী হাসান জানান, লাশ উদ্ধার করে সুরাহতাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে এবং তিনজনকে আটক করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তদন্ত ও জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement