পাথরঘাটায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা
- ২৬ আগস্ট ২০২২, ১৩:১৭, আপডেট: ২৬ আগস্ট ২০২২, ১৩:১৮
বরগুনার পাথরঘাটায় পারিবারিক কলহের জের ধরে তাসলিমা (২৭) নামের এক গৃহবধূর অত্মহত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে একই দিন সন্ধা সাড়ে ৬ টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
তাসলিমা একই এলাকার মো. আলী হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েক দিন ধরে তাসলিমার সাথে পারিবারিক বিষয় নিয়ে স্বামী মো. আলী হোসেনের সাথে কলহ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার সন্ধার দিকে কেউ ঘরে না থাকার সুযোগে বিষ পান করে। পরে লোকজন ঘরে এসে অসুস্থ অবস্থায় দেখে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯ টার দিকে মৃত্যু হয়। এদিকে পাথরঘাটা থানা পুলিশ খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ থানায় নিয়ে আসেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা