১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১, ১৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পরকীয়ায় পালানো স্ত্রীকে ফিরে পেতে স্বামীর ফেসবুক পোস্ট ভাইরাল

সোহাগ খানের ফেসবুক পোস্ট - ছবি : নয়া দিগন্ত

বরগুনায় পরকীয়া প্রেমিকের সাথে পালানো স্ত্রীকে ফিরে পেতে স্বামীর দেয়া একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে। শুক্রবার রাত দশটার দিকে সোহাগ খান নামের এক যুবক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্টটি করেন। রাতের মধ্যেই ভাইরাল হয়ে যায় পোস্টটি।

জানা গেছে, ২০১০ সালে বরগুনার বদরখালী ইউনিয়নের ফুলতলা গ্রামের সালাম খানের ছেলে সোহাগ খানের (৩৩) সাথে বিয়ে হয় একই ইউনিয়নের ফুলঝুড়ি গ্রামের হানিফ আকনের মেয়ে সোনিয়া আক্তারের। ভালোই কাটছিলো তাদের সংসার। দু’জনে মিলেই তাদেরি একটি দোকান চালাতেন। এর মধ্যে প্রতিবেশী আবু বকর সিদ্দিক (৩০) নামে এক যুবকের সাথে ঘনিষ্ঠতা বাড়ে সোনিয়ার। ধীরে ধীরে তাদের সম্পর্ক গভীর হতে থাকে। এরপর চলতি মাসের ৩ তারিখ দুপুরে পরকীয়ার টানে প্রেমিক সিদ্দিকের সাথে পালিয়ে যান সোনিয়া।

বিভিন্ন স্থানে খোঁজাখুজির পরেও তাদের কোনো সন্ধান মেলেনি। সোনিয়া দুই সন্তানের জননী।

এদিকে স্ত্রী সোনিয়াকে কোথাও না পেয়ে ফিরে পাওয়ার আকুতি জানিয়ে রাতে ফেসবুকে একটি পোস্ট দেন সোহাগ। পোস্টের এক জায়গায় সোহাগ লেখেন, ‘আমার কথা না ভেবে আমাদের সন্তানদের কথা ভেবে ফিরে এসো।’

কিছুক্ষণের মধ্যে পোস্টটি ভাইরাল হয়ে যায়। রাতারাতি বাড়তে থাকে শেয়ার ও কমেন্ট।

সোহাগ খান বলেন, ‘আমি আমার স্ত্রী সোনিয়াকে খুব ভালোবাসি। বিয়ের পর থেকে কখনোই তাকে ছাড়া থাকিনি। আমাদের মধ্য খুব মিল ছিলো, কখনো কোনো ঝগড়াও হয়নি। আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে, ওদের মুখের দিকে তাকাতে পারি না। যেভাবেই হোক সোনিয়াকে ফিরে পেতে চাই আমি।’

সোহাগ আরো বলেন, আমি শুক্রবার বরগুনা থানায় মামলা করতে গিয়েছিলাম। কিন্তু পুলিশ আমার মামলা নেয়নি। তাই আগামীকাল বরগুনা কোর্টে মামলা করবো।

এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম তারিকুল ইসলাম বলেন, কাবিননামা ও প্রয়োজনীয় কাগজ না দেখাতে পারায় তাকে আমরা কাবিননামা নিয়ে আসতে বলেছি। এখানে মামলা না নেয়ার কোনো প্রশ্নই ওঠে না।


আরো সংবাদ



premium cement
আশুলিয়ায় ফুটপাতে জমে উঠেছে শীতের কাপড় বিক্রি খালেদা জিয়ার অসুস্থতায় মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত ফিলিস্তিনিদের পানি সরবরাহে বাধা দেয়াকে গণহত্যা বলল এইচআরডব্লিউ ফিলিস্তিনিদের পানি সরবরাহে বাধা দেয়াকে গণহত্যা বলল এইচআরডব্লিউ বৃষ্টির পূর্বাভাস তেল আবিবের মেট্রোপলিটন এলাকায় ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের আঘাত, ১০ লাখের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে টিউলিপের বিরুদ্ধে ৪ বিলিয়ন পাউন্ড ঘুষ নেয়ার অভিযোগে ব্রিটেনের তদন্ত রাণীনগরে সড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার রূপগঞ্জে টেক্সটাইল মিলে ভয়াবহ আগুন সাদপন্থীদের বিচার ও টঙ্গী ইজতেমা ময়দান-কাকরাইল মসজিদ নিষিদ্ধের দাবি মেহেরপুরে একটি দোকোনে ট্রাক ভিড়িয়ে চুরি

সকল