২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মঠবাড়িয়ায় ৭ দিনের লকডাউন ঘোষণা

- ছবি সংগৃহীত

পিরোজপুরের মঠবাড়িয়ায় করোনার তৃতীয় ডেউয়ে গত আট দিনে ২১ জনের করোনা সনাক্ত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে পাওয়া তথ্যে জানা যায়, গত আট দিনে ৭০ জন করোনা পরীক্ষা করালেদ তাদের মধ্যে ২১ জনের রিপোর্ট পজেটিভ এসেছে।

পিরোজপুর জেলা প্রশাসক আবু আলি মো: সাজ্জাদ হোসেন বৃহষ্পতিবার এ লকডাউনের ঘোষণা দেন।

আবাসিক মেডিক্যাল অফিসার ডা: ফেরদৌস জানান, গত ঈদের পর থেকে মাঝে মাঝে দুই একজন করোনা রোগী সনাক্ত হতে থাকে। তবে গত এক সপ্তাহ করোনা সনাক্তের সংখ্যা উদ্বেগজনক।

এদিকে করোনা পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় মঠবাড়িয়া পৌর শহরে আগামীকাল শনিবার সকাল থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত সাত দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউনের এ সময়ে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া, যে কোনো সমাবেশ ও জনসমাগম এবং অপ্রয়োজনীয় ঘোরাফেরা, আড্ডা নিষিদ্ধ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement