১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

ভান্ডারিয়ায় গৃহবধূকে গণধর্ষণ, ৫ জন গ্রেফতার

ভান্ডারিয়ায় গৃহবধূকে গণধর্ষণ, ৫ জন গ্রেফতার - ফাইল ছবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় এক গৃহবধূ (২৫) গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার রাতে ভান্ডারিয়া পৌর এলাকার দক্ষিণ গাজীপুর গ্রামে গণধর্ষণের পর অভিযুক্তদের আটক করা হয়। শুক্রবার দুপুরে ভান্ডারিয়া থানায় এক প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার (এসপি) মো: হায়াতুল ইসলাম খান এ তথ্য জানান।

তিনি সাংবাদিকদের জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের স্বার্থে এখনই সব বিষয় প্রকাশ করতে চাচ্ছি না। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। আরো কিছু সহযোগী এ অপরাধের সাথে জড়িত। তাদের আটকের পর মিডিয়ার কাছে বিষয়টি উন্মুক্ত করা হবে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পৌরসভার দক্ষিণ গাজীপুরের সালাম তালুকদারের কলাবাগানে নিয়ে স্থানীয় এক গৃহবধূকে স্থানীয় আট যুবক পালাক্রমে গণধর্ষণ করে। রাত সাড়ে ১২টার দিকে ওই গৃহবধূকে স্থানীয় দক্ষিণ-পশ্চিম গাজীপুরের নবীন-প্রবীণ নামক বাগানে নিয়ে আবারো ধর্ষণ করা হয়।

থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই জায়গায় অভিযান চালিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ সময় উপজেলার সদরের জালাল মিয়ার ছেলে মো: শামিম হোসেন (৩২), ছোট গেদুর ছেলে ইব্রাহিম হোসেন (৩২), শহিদুল শিকদারের ছেলে রব্বানী শিকদার (২৪), রশিদ খন্দকারের ছেলে মিরাজ খন্দকার (২৩) ও হামিদ তালুকদারের ছেলে জাহিদুল ইসলাম তালুকদার (২৫) নামে পাঁচ যুবককে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, ওই নারীর ধর্ষণের আলামত ডিএনএ টেস্টের জন্য পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement
হাসপাতালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর বাংলাদেশে পালিয়ে আসা ভারতীয় প্রেমিকযুগল সীমান্তে গ্রেফতার গোলাপের যুক্তরাষ্ট্রের ৯টি স্থাবর সম্পদ জব্দের আদেশ ভালুকায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন ইসরাইল-হামাস যুদ্ধের ১০টি গুরুত্বপূর্ণ মুহূর্ত চকরিয়ায় আলোচিত সেনা কর্মকর্তা তানজিম হত্যায় ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল মিয়ানমারে যেকোনো গোষ্ঠীর অপরাধ তদন্ত করবে জাতিসঙ্ঘ বাংলাদেশের জন্য সুদের হার কমানোর কথা ভাবছে চীন : রাষ্ট্রদূত ভেড়ামারায় বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ  রায়পুরায় ট্রেনের ধাক্কায় নিহত ২ যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সরকারের গণতান্ত্রিক পথচলায় সমর্থন জানিয়েছে : মার্কিন রাষ্ট্রদূত

সকল