১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ন ১৪৩০, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভান্ডারিয়ায় গৃহবধূকে গণধর্ষণ, ৫ জন গ্রেফতার

ভান্ডারিয়ায় গৃহবধূকে গণধর্ষণ, ৫ জন গ্রেফতার - ফাইল ছবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় এক গৃহবধূ (২৫) গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার রাতে ভান্ডারিয়া পৌর এলাকার দক্ষিণ গাজীপুর গ্রামে গণধর্ষণের পর অভিযুক্তদের আটক করা হয়। শুক্রবার দুপুরে ভান্ডারিয়া থানায় এক প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার (এসপি) মো: হায়াতুল ইসলাম খান এ তথ্য জানান।

তিনি সাংবাদিকদের জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের স্বার্থে এখনই সব বিষয় প্রকাশ করতে চাচ্ছি না। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। আরো কিছু সহযোগী এ অপরাধের সাথে জড়িত। তাদের আটকের পর মিডিয়ার কাছে বিষয়টি উন্মুক্ত করা হবে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পৌরসভার দক্ষিণ গাজীপুরের সালাম তালুকদারের কলাবাগানে নিয়ে স্থানীয় এক গৃহবধূকে স্থানীয় আট যুবক পালাক্রমে গণধর্ষণ করে। রাত সাড়ে ১২টার দিকে ওই গৃহবধূকে স্থানীয় দক্ষিণ-পশ্চিম গাজীপুরের নবীন-প্রবীণ নামক বাগানে নিয়ে আবারো ধর্ষণ করা হয়।

থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই জায়গায় অভিযান চালিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ সময় উপজেলার সদরের জালাল মিয়ার ছেলে মো: শামিম হোসেন (৩২), ছোট গেদুর ছেলে ইব্রাহিম হোসেন (৩২), শহিদুল শিকদারের ছেলে রব্বানী শিকদার (২৪), রশিদ খন্দকারের ছেলে মিরাজ খন্দকার (২৩) ও হামিদ তালুকদারের ছেলে জাহিদুল ইসলাম তালুকদার (২৫) নামে পাঁচ যুবককে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, ওই নারীর ধর্ষণের আলামত ডিএনএ টেস্টের জন্য পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement
পাকিস্তান-বাংলাদেশ জাহাজ চলাচল উপমহাদেশের ইতিহাসে টার্নিং পয়েন্ট! ‘দেশকে কল্যাণ রাষ্ট্র করতে জনগণের নেতা হতে হবে’ হাসিনার স্বৈরতন্ত্রকে সহজতর করেছে বিচার বিভাগ : ড. ইফতেখারুজ্জামান কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে লাশ উদ্ধার সরকার পরিচালনায় অদক্ষতা জনগণ মেনে নেবে না : তারেক রহমান পোপ ফ্রান্সিস-ড. ইউনূসের নামে যৌথ উদ্যোগ চালু করল ভ্যাটিকান আদর্শ জাতি গঠনে শিক্ষক সমাজকে অবদান রাখতে হবে : মুহাম্মদ শাহজাহান আদালতে মুখ খোলেননি মুনতাহা হত্যা মামলার প্রধান আসামি মার্জিয়া দ্রুত নির্বাচনের ব্যবস্থা করাই দেশের জন্য কল্যাণকর : মির্জা ফখরুল শহীদ জিয়া কমপ্লেক্স নির্মাণসহ ১৯ দফা দাবি ইবি ছাত্রদলের ‘আমার ছেলেকে কেন পাখির মতো গুলি করে হত্যা করা হলো?’

সকল