১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১, ১৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভান্ডারিয়ায় গৃহবধূকে গণধর্ষণ, ৫ জন গ্রেফতার

ভান্ডারিয়ায় গৃহবধূকে গণধর্ষণ, ৫ জন গ্রেফতার - ফাইল ছবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় এক গৃহবধূ (২৫) গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার রাতে ভান্ডারিয়া পৌর এলাকার দক্ষিণ গাজীপুর গ্রামে গণধর্ষণের পর অভিযুক্তদের আটক করা হয়। শুক্রবার দুপুরে ভান্ডারিয়া থানায় এক প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার (এসপি) মো: হায়াতুল ইসলাম খান এ তথ্য জানান।

তিনি সাংবাদিকদের জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের স্বার্থে এখনই সব বিষয় প্রকাশ করতে চাচ্ছি না। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। আরো কিছু সহযোগী এ অপরাধের সাথে জড়িত। তাদের আটকের পর মিডিয়ার কাছে বিষয়টি উন্মুক্ত করা হবে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পৌরসভার দক্ষিণ গাজীপুরের সালাম তালুকদারের কলাবাগানে নিয়ে স্থানীয় এক গৃহবধূকে স্থানীয় আট যুবক পালাক্রমে গণধর্ষণ করে। রাত সাড়ে ১২টার দিকে ওই গৃহবধূকে স্থানীয় দক্ষিণ-পশ্চিম গাজীপুরের নবীন-প্রবীণ নামক বাগানে নিয়ে আবারো ধর্ষণ করা হয়।

থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই জায়গায় অভিযান চালিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ সময় উপজেলার সদরের জালাল মিয়ার ছেলে মো: শামিম হোসেন (৩২), ছোট গেদুর ছেলে ইব্রাহিম হোসেন (৩২), শহিদুল শিকদারের ছেলে রব্বানী শিকদার (২৪), রশিদ খন্দকারের ছেলে মিরাজ খন্দকার (২৩) ও হামিদ তালুকদারের ছেলে জাহিদুল ইসলাম তালুকদার (২৫) নামে পাঁচ যুবককে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, ওই নারীর ধর্ষণের আলামত ডিএনএ টেস্টের জন্য পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement
কাঁঠালিয়ায় এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার লাউয়াছড়ায় সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু বেরোবিতে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও বৃত্তি সম্পর্কিত মতবিনিময় সভা কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতের হানা, ঘিরে রেখেছে র‍্যাব-পুলিশ ধুনটে নিখোঁজের ৩ দিন পর গৃহবধূর লাশ নদী থেকে উদ্ধার ‘গোষ্ঠী বিশেষ পরিকল্পিতভাবে বস্তিবাসীর ওপর অত্যাচার চালাচ্ছে’ আ’লীগের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই : বদিউল আলম মজুমদার গণস্বাস্থ্য কেন্দ্র পরিচালনায় রাষ্ট্রযন্ত্রের হস্তক্ষেপ বন্ধের দাবি নির্বাচন কমিশনে দুদকের অভিযান চৌদ্দগ্রামে জামায়াতের যুব সম্মেলন শনিবার সিরিয়ার ৩৫০ সামরিক স্থাপনা ধ্বংস করল ইসরাইল

সকল